ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার হিসাবে কেন আমাদের চয়েজ করবেন এর গুরুত্বপূর্ণ 4 টি কারণ
1. HIGH SPEED INTERNET
We provide Up to 100 Mbps reliable internet both for home and office .
2. Static Real IP Available
According to our user's demand we have facilities to provide static real IP at reasonable price .
3.Buffer free YouTube
We also provide buffer free YouTube to ensure quality watching and we value your times .
4.Dedicated Media & FTP Server
For our valued customers we provide dedicated Media Server enriched with updated content .
আমারা যে ভাবে গ্রাহকদের কে সেবা প্রদান করে থাকি .
1. QUALITY OF SERVICE (QOS) Allocates different bandwidth for different applications according to individual branch offices.
2. GUARANTEED BANDWIDTH Assures performance and reliability by supplying Committed Information Rate (CIR), based on your needs to support mission critical applications.
3. WORLD CLASS SUPPORT Provides 24 hours a day, 7 days a week monitoring and unsurpassed technical support.
এ.বি.এস নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট কানেকশন। আমরা কানেকশন দিচ্ছি Fiber Optic/Cat (5,6) Cable দিয়ে যা আপনাকে দিবে নিরবিচ্ছিন্ন দ্রুত গতির ইন্টারনেট সুবিধা এবং আপনার সাথে থাকার জন্য আমাদের support team প্রস্তুত 24/7 । BDIX Bandwidth - Unlimited YouTube Bandwidth - Unlimited।
সরাসরি অপটিক্যাল ফাইবারে সংযোগ প্রদান,দূর্দান্ত ইন্টারনেট স্পীড,এখন আপনার পাশেই,বৈধ ইন্টারনেট সেবা পেতে আজই আমাদের কল করুন।
এ.বি.এস নেটওয়ার্ক হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রদানকরী পতিষ্ঠান যার লক্ষ্য হচ্চে BANGLADESH নাগরিকদেরকে মান সম্পন্ন ইন্টারনেট সার্ভিস প্রদান করা। এ.বি.এস নেটওয়ার্ক অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আপনাদের ইন্টারনেট সার্ভিস দিয়ে থাকে। অমরা এ.বি.এস নেটওয়ার্ক এর গ্রাহকদের মান সম্পন্য সার্ভিস প্রদানে বদ্ধ পরিকর । আর এ জন্য আমাদের দরকার আপনাদের সহযোগীতা। আপনার পরামর্শ আমাদের উৎসাহিত করে আপনাদেরকে মান সম্পন্য সেবা প্রদান করতে। সুতরাং আপনার পরামর্শ একান্ত কাম্য। আপনার অভিযোগ জানানোর আগে আপনাদের যা করনীয়:
আপনার করনীয়ঃ
#১ আপনার রাউটারের ফার্মওয়্যার আপডেট রাখুন- সবসময় আপডেট রাউটার ব্যবহার করুন। অনেক সময় এমন হয়, আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডার ইচ্ছা করে তাদের নিজস্ব রাউটার আপনাকে ধরিয়ে দিবে। যেটা পরে যেয়ে অনেক বিড়ম্বনার কারন হতে পারে। তাই রাউটার কিনবেন নিজের ইচ্ছা মতো দেখে শুনে।
#২ সুবিধা জনক যায়গাতে রাউটারটি স্থাপন করুন- রাউটারটি স্থাপন করবেন এমন একটি স্থানে যেখান থেকে প্রায় সব ঘড়ে সমান ভাবে সিগন্যাল পৌছাতে পারে। এই আরও বিস্তারিত জানতে চাইলে পড়তে পারেন-
#৩ শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা- কথাটা কেমন শোনাচ্ছে না? হুম, পাসওয়ার্ড আবার কি মাইনে রাখে? রাখে, কারন আপনি যখন একটা শক্ত পক্ত পাসওয়ার্ড ব্যবহার করবেন তখন আর বাইরের কেউ আপনার নেট লাইন ব্যবহার করতে পারবে না। প্লাস পাবেন সিকিউর নেট সার্ভিস।
#৪ ওয়াইফাই চ্যানেল- সবসময় সঠিক ওয়াইফাই চ্যানেল ব্যবহার করবেন। বেশিরভাগ সার্ভিস প্রভাইডার ২.৪ গিগাহার্জ ব্যবহার করে যেটা সবার জন্য পারফেক্ট নাও হতে পারে।
#৫ পুরনো ডিভাইস ডিসকানেক্ট করে রাখুন- কথাটার মানে হল, যখন কোন ডিভাইস আর ব্যবহার করবেন না তখন সেটি ওয়াইফাই রাউটার থেকে ডিসকানেক্ট করে রাখুন।
#৬ পিং টেস্ট- সময় সময় পিং টেস্টের মাধ্যমে আপনার নিয়মিত ইন্টারনেট গতি পরিক্ষা করতে পারেন, আর এ জন্য আপনাকে এই সাইটে যেতে হবে- http://speedtest.googlefiber.net/
#৭ রিস্টার্ট- অনেক সময় এমন হয় দেখবেন আপনার রাউটার চলতে চলতে হ্যাং করে। আর হটাৎ করেই স্পীড গায়েব বা নেট লাইন ডিসকানেক্ট হয়ে যায়। এমতাবস্থায় কিচ্ছু করবেন না জাস্ট রাউটার টা একবার অফ করে অন করুন বা রিস্টার্ট দিন।
#৮ একাধিক রাউটারের ব্যবহার- অনেক সময় এমন হয়, আপনার ফ্লোরের স্পেস অনেক বড় আর দুর্ভাগ্য বসতো আপনি যে রাউটারটি কিনেছেন সেটি সম্পূর্ণ ফ্লোর কভার করতে পারছে না যার ফলে আপনার নেট স্পীড অনেক কম আসছে। একটি কাজ করুন নতুন আরেকটি বড় দেখে রাউটার কিনুন বা ছোট আরেকটি রাউটার কিনে সেটি ঘড়ের আরেক কোনায় সেট করে নিন।
#৯ একই সিগন্যালের ডিভাইস থেকে দূরে রাখা- মনে রাখবেন আপনার ঘড়ের কিছু কমন ইলেক্ট্রনিক ডিভাইস আছে জেগুলা ঠিক একই ২.৪ গিগাহার্জ ব্যবহার করে। যেমন, টিভি, কডলেস ফোন, মাইক্রোওয়েভ ওভেন, ইত্যাদি। আর আপনি যদি সেই একই ডিভাইসের পাসে রাউটার স্থাপন করেন তবে স্বাভাবিক ভাবেই রাউটার তার নিজস্ব সিগন্যাল দিতে বাধা গ্রস্ত হবে।
#১০ এন্টেনা- প্রয়োজনের উপরে ভিত্তি করে চেষ্টা করুন এন্টেনা সহ রাউটার কিনতে। আর আপনি চাইলে পুরনো রাউটারের এন্টেনা পরিবর্তন করে নতুন বড় বা আরও উন্নত এন্টেনা লাগিয়ে নিতে পারবেন। এটা করার জন্য আপানাকে নিকটস্থ রাউটার সপ এ যেয়ে কথা বলতে হবে।
No comments
Post a Comment
Thanks For Comment