Showing posts with label স্মার্টফোন. Show all posts
Showing posts with label স্মার্টফোন. Show all posts

ফোনে নেটওয়ার্ক কভারেজ কম পাচ্ছেন? তাহলে এই পোস্ট আপনার জন্য!

No comments

Saturday, 13 June 2020



জঘন্য সেলফোন সিগন্যাল কোয়ালিটি দুই কারণে ঘটতে পারে, প্রথমত এটি আপনার সেল অপারেটরের সমস্যা এবং দ্বিতীয়ত হতে পারে আপনি এমন জায়গায় বাস করছেন যেখান থেকে সেলফোন টাওয়ার অনেক দূরে কিংবা অনেক ম্যাটেরিয়াল সেল সিগন্যালকে ব্লক করছে।

এই অবস্থায় অনেক সেলফোন অপারেটর ফ্রী’তে বা আলাদা করে একটি ডিভাইজ প্রদান করে যেটা সেলফোন সিগন্যালকে বুস্ট করে আপনার কলিং কোয়ালিটি উন্নত করতে সাহায্য করে। একে সেলফোন সিগন্যাল বুস্টার বলা হয়—যেটি শক্তিশালী সেল সিগন্যাল তৈরি করার ডেডিকেটেড একটি ডিভাইজ।

আসলে এটি নতুন সেল সিগন্যাল তৈরি করে না বরং অপারেটর সেল টাওয়ার থেকে আসা সিগন্যালকে রিপিট করে এবং বুস্ট করে, তাই অসাধারণ শক্তিশালী কমিউনিকেশন সম্ভব হয়। এই আর্টিকেলে আমি বিস্তারিত আলোচনা করবো, এটি কিভাবে কাজ করে এবং বোনাস হিসেবে থাকছে, কিভাবে আপনার ফোনে সেল সিগন্যাল কোয়ালিটি বুস্ট করবেন!
সেলফোন সিগন্যাল বুস্টার

আপনি নিশ্চয় “ডেড জোন” এই টার্মটি শুনে থাকবেন, এটি এমন কোন জায়গা যেখানে আপনি সেলফোন ব্যবহার করতে পারবেন না। কেনোনা সেখানে কোন সেল সিগন্যাল নেই, তাই আপনি নেটওয়ার্ক প্রভাইডারের সাথে যোগাযোগ করতে পারবেন না এবং কলিং, টেক্সটিং সম্ভব হবে না। বিশেষ করে গ্রামীণ এলাকায় ডেড জোন থাকে, যেখানে সেলফোন নেটওয়ার্ক একেবারেই খুঁজে পাওয়া যায় না।

সত্যিই অনেক বিরক্তিকর ব্যাপার তাই না? 


সেলফোন অপারেটর’রা বিশেষ করে তাদের ওয়েবসাইটে সেল কভারেজ এরিয়ার ম্যাপ প্রদান করে রাখে, যদি আপনার বাসস্থান এই ম্যাপের মধ্যে না পরে তো আপনি ডেড জোনে রয়েছেন। এমনকি ম্যাপের এরিয়ার মধ্যে থেকেও আপনার সেল সিগন্যাল বহু খারাপ হতে পারে, যার ফলে বিরক্তিকর কল ড্রপিং, লো ডাটা স্পীড সমস্যায় পড়তে হতে পারে আপনাকে।

আর এই সমস্যা দুর করার জন্যই সেলফোন সিগন্যাল বুস্টার টার্মটি আমাদের সামনে চলে আসে—এই গাজেট এন্টেনা এবং অ্যামপ্লিফায়ার ব্যবহার করে সেল সিগন্যালকে বুস্ট করে, ফলে আপনার ফোনে আরোবেশি সিগন্যাল বার শো করানো সম্ভব হয়, আর যতোখুশি ড্রপিং সমস্যা ছাড়া আপনাকে কলিং করার ক্ষমতা প্রদান করে।

আমার শহরের বাসাতেও খুব ভালো সিগন্যাল পাইনা, যেখানে মাত্র বাসা থেকে হাফ কিলোমিটার দূরেই সেল টাওয়ার রয়েছে। আসলে শহরের উঁচু বিল্ডিং গুলো অনেকটা সিগন্যাল শোষণ করে নেয়, আর আপনি যদি ঘনবসতির মধ্যে অবস্থান করেন, সেক্ষেত্রে নিশ্চয় বিল্ডিং আরো অনেক বেশি হবে, আর আপনার সিগন্যাল প্রবলেমও অনেক বেড়ে যাবে।

সেলফোন সিগন্যাল বুস্টার ৪জি, ৩জি, ২জি —যেকোনো ধরণের সেল সিগন্যালকে বুস্ট করতে সাহায্য করে এবং বাজারে/অনলাইনে ২/৩ হাজার থেকে শুরু করে ২০ হাজারের উপর পর্যন্ত সেল সিগন্যাল বুস্টার কিনতে পাওয়া যায়, এখানে আপনার সিগন্যাল কভারেজ এবং ব্যান্ডউইথ অনুসারে বুস্টারের দাম কম বা বেশি হতে পারে।


সেলফোন সিগন্যাল বুস্টার কিভাবে কাজ করে?


বুস্টারে অনেক এন্টেনা থাকে যেগুলো সেল সিগন্যাল ক্যাপচার করার জন্য ব্যবহৃত হয়। এই এন্টেনা গুলো শক্তিশালী এবং নির্ভরযোগ্য সিগন্যাল ক্যাপচার করে, কেনোনা বুস্টারকে বাড়ির ছাদে বা জানালার বাইরে ইন্সটল করা প্রয়োজনীয় হয়, যাতে এটি ভালো সেল সিগন্যাল রিসিভ করতে পারে।


বুস্টার সেল টাওয়ার থেকে ভালো সিগন্যাল এন্টেনার মাধ্যমে ক্যাপচার করার পরে এটি অ্যামপ্লিফায়ার বা সেল রিপিটারের কাছে পাঠিয়ে দেয়, এবার অ্যামপ্লিফায়ার সিগন্যালকে আরো বুস্ট করে ঘরের ভেতরের এন্টেনাতে পাঠিয়ে দেয়। আর এই ইন্ডোর এন্টেনা বাড়ির সমস্ত সেল সিগন্যালকে স্ট্রং করে দেয়!

সেলফোন সিগন্যাল বুস্টার কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজনীয়! অবশ্যই যেকোনো সেল সিগন্যাল বুস্টার সকল অপারেটরের সাথে কাজ করে না। অর্থাৎ কেনার সময় অবশ্যই চেক করে দেখুন, সেটা আপনার নির্দিষ্ট অপারেটর সেল সিগন্যালকে সাপোর্ট করে কিনা। অনলাইন থেকে বুস্টার কেনার সময় তাদের প্রোডাক্ট পেজে ডিটেইলস দেখে নেবেন, সেখানে অবশ্যই সাপোর্টেড অপারেটর লিস্ট বর্ণিত থাকে।

আর হ্যাঁ, বুস্টার কেনার পরে সেটাকে এমন কোন স্থানে ইন্সটল করার প্রয়োজন পড়বে, যেখানে ভালো সেল সিগন্যাল টাওয়ার থেকে রিসিভ হয়। আপনি কতোটুকু বুস্টেড কভারেজ চান, সে অনুসারে আপনাকে বুস্টার কিনতে হবে।

বাংলাদেশের অপারেটর গুলো 900Mhz, 1800Mhz, এবং 2100Mhz ফ্রিকোয়েন্সি ব্যান্ড গুলো সাপোর্ট করে। আমার পরিক্ষা অনুসারে রবি, এয়ারটেল, বাংলালিংক এবং টেলিটক; ২জি নেটওয়ার্ক (৯০০ মেগাহার্জে), ৩জি নেটওয়ার্ক (২১০০ মেগাহার্জে) এবং ৪জি নেটওয়ার্ক (৯০০ এবং ১৮০০ মেগাহার্জে) সরবরাহ করিয়ে থাকে। আপনার অপারেটর কোন ব্যান্ডটি ইউজ করছে সেটা জানার জন্য NetMonster অ্যাপটি ব্যবহার করতে পারেন।

বাজারে সিঙ্গেল ব্যান্ড এবং মাল্টিপল ব্যান্ডের সিগন্যাল বুস্টার কিনতে পাওয়া যায়। সিঙ্গেল ব্যান্ড বুস্টারের দাম একটু তুলনা মুলকভাবে কম হয়ে থাকে। ধরুন, আপনি শুধু কথা বলবেন সেক্ষেত্রে ৯০০ ব্যান্ড এর বুস্টার কিনলেই হবে, যদি ইন্টারনেট ও কল দুইটারই দরকার লাগে তাহলে ডুয়াল ব্যান্ড বা ট্রাই ব্যান্ড বুস্টার কিনতে হবে।


সেলফোন সিগন্যাল বুস্টার ছাড়া সেল সিগন্যাল বুস্ট


আপনার স্থানে যদি সত্যিই সেল সিগন্যালের খুব সমস্যা থাকে, অবশ্যই সিগন্যাল বুস্টারে টাকা ইনভেস্ট করা আদর্শ ব্যাপার। কিন্তু অনেক সময় কিছু সাধারণ বিষয়ের উপর খেয়াল রেখেও সেল সিগন্যাল বুস্ট করা সম্ভব। আমি নিচে কিছু সাধারণ টিপস শেয়ার করলাম, যেগুলো আপনার ফোনে বেটার সিগন্যাল কোয়ালিটি পেতে আপনাকে সাহায্য করবে…

ফোন অফ করে আবার অন করুণ ;— 


অনেক সময় সেল সিগন্যাল প্রবলেম আপনার ফোনের জন্যই হতে পারে, আর কম্পিউটারের মতো ফোনটি রিস্টার্ট করে বা সিম্পল অফ করে আবার অন করার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব।


হতে পারে আপনার সেলফোন কোন দুর্বল টাওয়ারের কানেকশনই বারবার রিসিভ করছিলো, ফোন অফ/অন করার মাধ্যমে ফোন হয়তো নতুন সেল টাওয়ারের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং এতে বেটার সিগন্যাল কোয়ালিটি পেতে পারবেন। অনেক সময় ফোন দীর্ঘ সময় অন রাখার কারণে অপারেটিং সিস্টেম থেকেও কিছু সমস্যা বা ফোন ফ্রিজিং প্রবলেম হয়ে যেতে পারে, এরোপ্লেন মুড অন/অফ করেও এই সমস্যার সমাধান করা সম্ভব। তবে ফোন পাওয়ার অফ/অন করলে বেশি ভালো ফলাফল পাওয়া সম্ভব।

ব্যাটারি রিচার্জ করুণ ;— 


যদি আপনার ফোনে ব্যাটারি লো হয়ে যায়, আপনার ফোন পাওয়ার সেভিং মুডে চলে যায়, এতে সেল টাওয়ারের সাথে যোগাযোগ করার জন্য ফোন বেশি পাওয়ার সরবরাহ করতে পারে না।

তাই ফোনটি চার্জে লাগিয়ে দিন, যদি চার্জ করা তৎক্ষণাৎ সম্ভব না হয়, সেক্ষেত্রে পাওয়ার সেভিং মুড অফ করে দিন, যদিও এতে ব্যাটারি দ্রুত ড্রেইন হবে কিন্তু নেটওয়ার্ক বার বেড়ে যাবে।

অবস্থানের পরিবর্তন করুণ ;— 


অনেক সময় যেখানে রয়েছেন, সেখান থেকে কিছু সরানোরা করে সেল সিগন্যালের উন্নতি করা সম্ভব হতে পারে। আবার হতে পারে আপনি যেভাবে ফোনটি ধরে রেখেছেন, এতে ফোনের এন্টেনা কভার হয়ে থাকতে পারে, তাই ফোন ধরার স্টাইল পরিবর্তন করে দেখুন কোন উন্নতি পাওয়া সম্ভব হয় কিনা।

যদি বাড়ির ভেতরে বা ঘরের মধ্যে সিগন্যাল প্রবলেম হয় বাইরে বা ছাদে গিয়েও সিগন্যালে বেশ উন্নতি আনতে পারবেন। অনেক সময় যেকোনো দিকে একটু নড়াচড়া করার মাধ্যমেই আপনার ফোনের সিগন্যাল উন্নতি করা সম্ভব হতে পারে।

একটি ভালো ফোন কিনুন ;— 


আপনি যেখানে থাকছেন, কিংবা যে অপারেটর সিম কার্ডই ব্যবহার করছেন, সর্বদাই যদি ফোনে দুর্বল সিগন্যাল দেখতে পান, সেক্ষেত্রে নিশ্চয় আপনার সেলফোনটিতেই সমস্যা রয়েছে।

আপনার ফোনের এন্টেনাতে ফল্ট রয়েছে কিংবা জাস্ট সেটা উইক হয়ে গেছে। এই অবস্থায় একটু নতুন আর বেটার ফোন কিনে ফেলা বেস্ট হবে! নতুন স্মার্টফোন কেনার গাইড এখান থেকে দেখে নিতে পারেন!

সেল অপারেটর পরিবর্তন করুণ ;— অনেক সময় আপনার স্থানে এক সেল অপারেটর ভালো সিগন্যাল দিতে পারে না, কিন্তু হতে পারে সেখানে অন্য সেল অপারেটরের সিগন্যাল অনেক স্ট্রং, তাই অপারেটর পরিবর্তন করার মাধ্যমেও আপনি বেটার সিগন্যাল পেতে পারেন।


আগে অপারেটর পরিবর্তন করা বেশ ঝামেলার কাজ ছিল কিন্তু বর্তমানে এমএনপি সুবিধার খাতিরে আপনি নাম্বার পরিবর্তন না করেই অপারেটর পরিবর্তন করে ফেলতে পারবেন।

ওয়াইফাই কলিং ;— 


অনেক অপারেটর ওয়াইফাই সার্ভিস প্রদান করে থাকে, সকল বিভাগে না থাকলেও ঢাকাতে অনেক সেল অপারেটর ওয়াইফাই প্রদান করে, এখন এই সেল অপারেটর গুলো ওয়াইফাই কলিং সমর্থন করে কিনা জানি না, তবে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয়ই ওয়াইফাই কলিং সমর্থন করে।

যদি আপনার সেল নেটওয়ার্ক দুর্বল আর ওয়াইফাই সিগন্যাল স্ট্রং হয়ে থাকে, সেক্ষেত্রে ফোন স্বয়ংক্রিয়ভাবে ওয়াইফাই এর মাধ্যমে কল সুইচ করে দেয়।

যদি আপনার অপারেটর ওয়াইফাই কলিং সমর্থন করে, সেখানে সাধারণ কলিং এবং ম্যাসেজ রিসিভ করতে পারবেন। আমার যদি আপনার ইন্টারনেট কানেকশন থাকে বা ব্রডব্যান্ড লাইন থাকে, ওয়াইফাই ব্যবহার করে সহজেই ইন্টারনেট কল বা ভিওআইপি কল যেমন- স্ক্যাইপ, ডুয়ো, ইত্যাদি করতে পারবেন।

তো আপনার ফোনে বা আপনার এরিয়াতে কি নো সিগন্যাল বা দুর্বল সিগন্যাল সমস্যা রয়েছে? আপনার বাসা থেকে সেল টাওয়ার সামান্য দূরে হওয়ার পরেও কি সেল সিগন্যাল ভালো পাচ্ছেন না? আপনার অভিজ্ঞতা আমাদের নিচে কমেন্ট করে জানান।

যদি সেলফোন সিগন্যাল বুস্টার কিনতে চান, কেনার সাহায্যের জন্য আমাকে নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনার জন্য বেটার বুস্টার রেকোমেন্ড করার চেষ্টা







SHAREit এর পিসি বা ল্যাপটপ ভার্সন ডাউনলোড করে নিন আর ফাইল শেয়ার করুন দ্রুত গতিতে।

No comments

Monday, 9 December 2019


Share it এর পিসি বা ল্যাপটপ ভার্সন ডাউনলোড করে নিন আর ফাইল শেয়ার করুন দ্রুত গতিতে।

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো Share it এর পিসি বা ল্যাপটপ ভার্সন। আপনারা হয়তো অনেকেই জানেন Share it এর একটি উইন্ডোস ভার্সন আছে ৷ কিন্তু আমি এটি সম্পর্কে জানতে পারি কিছু দিন আগে৷ সম্প্রতি আমি আমার ফোন থেকে একটি ফাইল আমার পিসিতে ট্রান্সফার করার প্রয়োজন হয়েছিল৷ কিন্তু তখন ডাটা কেবল খুজে পাচ্ছিলাম না এবং লেপটপের ব্লুটুথ ও কাজ করছিল না৷ তখন গুগলে সার্চ করলে আমি এই সফ্টওয়্যারটি সম্পর্কে জানতে পারি৷ এক কথায় বলতে পারি পিসিতে ব্যবহার করার অভিজ্ঞতা অসাধারন৷

সফ্টওয়ারটির সাইজ মাত্র ৯ মেগা বাইট। আপনি প্রায় যেকোন উইনডোস ডেক্সটপ বা ল্যাপটপে এটি ব্যবহার করতে পারবেন, তবে আপনার ডেক্সটপ বা ল্যাপটপে WiFi থাকতে হবে স্মার্টফোনের মতো। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন

দেরি না করে ডাউনলোড করে নিন আর ব্যবহার করে দেখুন অবশ্যই ভাল লাগবে। ব্যবহার করলেই বুঝতে পারবেন সফটওয়্যার টি কতটা কাজের। সফটওয়্যার টি ব্যবহার করে খুব দ্রুত ফাইল শেয়ার করতে পারবেন।

আজ তাহলে এখানেই শেষ করলাম। কোন প্রবলেম হলে টিউনমেনট করে জানাবেন।যদি পোস্ট আগে কেও করে থাকে তাহলে সরি।
ধন্যবাদ সবাইকে।

স্মার্ট টিভি কেনার আগে আপনি স্মার্ট হওন!!!

No comments

Monday, 2 December 2019




স্মার্ট টিভি কেনার আগে আপনি স্মার্ট হওন!!!

আপনি নতুন বিয়ে করেছেন বা বিয়ের প্রস্তুতি নিতেছেন। কিন্তু আপনার ভাবনার বিষয় হলো, বিয়ের পরে তো বৌ স্মার্টফোন চেয়ে বসবে। আর স্মার্টফোন দেওয়া মানে, বৌ এর ফোন এ বখাটে যুবকের আস্তানা তৈরি করে দেওয়া। তাই এ সমস্যা থেকে পরিত্রাণ পেতে বৌ কে স্মার্টফোন দেওয়ার পরিবর্তে, ঘরে একটি স্মার্ট টিভি নিয়ে আস্তে পারেন।

কিন্তু স্মার্ট টিভি কিনব ভাবলেই তো হবে না। বাজারে তো অনেক ভালো ভালো ব্র্যান্ডের টিভি পাওয়া যায়। যেমন, LG, Samsung, Sony হলো টপ থ্রি ব্র্যান্ড। এছাড়াও আছে- প্যানাসনিক, মাইক্রোম্যাক্স, ইনটেক্স, ভিইউ ইত্যাদি।
তবে স্মার্ট টিভি কেনার আগে অবশ্যই দেখা নেওয়া উচিতঃ-১। কে কি রকম কোয়ালিটি দিচ্ছে?
২। কার প্রযুক্তি কতটা আপডেট?
৩। কার ডিভাইস কতটা স্মার্ট?
৪। তারা যা বলতেছে তা কি আসলেই টিভিতে আছে কি না?
ইত্যাদি ইত্যাদি…………


স্মার্ট টিভি কেনার আগে আপনার ঘরের মাপটা নিন। সেই অনুযায়ী টিভি কিনুন। জেনে রাখুন ৩২ ইঞ্চি টিভি দেখতে অন্তত ৪ ফুট দূরত্ব লাগে। ৪০ থেকে ৪৮ ইঞ্চির টিভি কিনলে ৭ ফুটের দূরত্ব বজায় রাখুন। আর যদি, এর থেকেও বড় সাইজের টিভি কিনতে চান, যেমন ৫৫ থেকে ৬৫ ইঞ্চি, তাহলে টিভি দেখতে কম করেও ৯ ফিটের দূরত্ব বজায় রাখুন। ৩২ ইঞ্চির নিচে কোনও LED টিভি কিনবেন না। বড় আকারের LED টিভি না কিনলে ডিজিটাল প্রযুক্তির মজাটাই মাটি।

এছাড়াও বাজারে এখন সস্তা প্রযুক্তি নির্ভর স্মার্ট টিভির ছড়াছড়ি। তাই স্মার্ট টিভি কেনার আগে যে বিষয়গুলি খেয়াল করবেন তা নিচের থেকে একনজরে দেখে নেওয়া যাকঃ

Full HD Display :


স্মার্ট টিভি যদি কিনতেই হয় তাহলে   Full HD  ( Full High Definition ) টিভি কিনুন। অনেকেই 1280×720 pixels  (720p) বা 1366 x 768 pixels (720p) কিনে নিয়ে আসেন। মাথায় রাখুন এগুলি কখনই  ফুল এইচডি  টিভি নয়। ফুল  এইচডি টিভি  চাইলে সবসময় 1920×1080 pixels (1080i/1080p) কিনুন। আর ঘরের রুমগুলো যদি স্ট্যান্ডার্ড মানের হয় তাহলে “1080 pixel” সবচেয়ে বেশি কার্যকরী।
IPS Panel:


IPS টেকনোলজি হল বর্তমানে Most Advance টেকনোলজি। যার মাধ্যমে আপনি উপভোগ করতে পারেন টিভির অর্জিনাল কালার। তাছাড়া IPS Panel গুলো খুব স্ট্রং হওয়ার কারনে টিভির প্যানেলে জোরে নক করলেও কোনো রকম ডিস্ট্রশন দেখা যাবে না। তাই কিনার আগে বিক্রেতার হাতে টিভির প্যানেলে নক করিয়ে বুঝে নিতে পারেন টিভিতে IPS Panel দেওয়া আছে কি না?
Operating System:


IPS টেকনোলজি হল বর্তমানে Most Advance টেকনোলজি। যার মাধ্যমে আপনি উপভোগ করতে পারেন টিভির অর্জিনাল কালার। তাছাড়া IPS Panel গুলো খুব স্ট্রং হওয়ার কারনে টিভির প্যানেলে জোরে নক করলেও কোনো রকম ডিস্ট্রশন দেখা যাবে না। তাই কিনার আগে বিক্রেতার হাতে টিভির প্যানেলে নক করিয়ে বুঝে নিতে পারেন টিভিতে IPS Panel দেওয়া আছে কি না?

Remote Control:


টিভির সাথের রিমোটটা যদি স্মার্ট এবং ইউজার ফ্রেন্ডলী না হয় তাহলে কি আর মজা থাকে? রিমোট এর ক্ষেত্রে আমার কাছে এলজি এর Magic Remote টাই বেষ্ট মনে হয়। কারন, মাউজের মত কার্টসর থাকাতে ইজি মোভিং করতে পারবেন। ক্লিক ক্লিক করে মোভ করতে হবে না। তাছাড়া Voice সার্চও করতে পারবেন। হাতে টাইপ করতে হবে না। তবে Voice সার্চ অপশনটা সনি তেও আছে।

Video Calling:


টিভি কিনার আগে টিভিতে Video Calling এর মাধ্যমে কথা বলা যায় কিনা তা অবশ্যই প্রাকটিক্যাল ভাবে দেখে নিবেন। কারন, অনেক সময় Video Calling এর অপশনটা থাকলেও তা ব্যবহার করা যায় না।
Mobile Connection:


মোবাইল এর মাধ্যমে অবশ্য সব টিভিই কানেকশন করা যায় এবং Smart Share করা যায়। তবে LG টিভিতে “LG TV Plus” মোবাইল অ্যাপ দিয়ে রিমোট এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন।

Built-In Memory:


টিভিতে মেমোরি কেমন আছে তা দেখে নেওয়া ভালো। অবশ্য সব টিভিতেই মোটামুটি ভালো মানের মেমোরি থাকে। তবে সনি স্মার্ট টিভিতে ১৬ জিবির মত বিশাল জায়গা থাকে, ফলে একে অনেকটা বড় কম্পিউটার বা ট্যাব এর মত করেও ব্যবহার করা যায়।

Recording System:


টিভি কিনার আগে দেখে নেওয়া ভালো টিভিতে কি Recording System আছে কি না? Recording System থাকলে আপনি কোনো প্রোগ্রাম মিস করলেও পরে দেখে নিতে পারবেন।


Sound System:


টিভি কিনার আগে দেখে নিবেন এর Sound System কেমন। ভালো মানের টিভিতে 20W Powerful Sound System থাকে। আর সাথে যদি Virtual Surround Sound System থাকলে তো আরো বেশি বেশি ভালো। কারণ, Virtual Surround Sound System এর মাধ্যমে সাউন্ড সরাসরি কানে না এসে চারপাশ থেকে আসবে। যার ফলে আপনি কোনো অতিরিক্ত Sound System ছাড়াই ভালো মানের Sound উপভোগ করতে পারবেন।

Wide Viewing Angle:


বাজার বেশির ভাগ টিভিই সাইড থেকে দেখলে কালার ঝাপসা হয়ে যায়। Wide Viewing Angle মাধ্যমে যে কোনো অ্যাঙ্গেল থেকে টিভির অর্জিনাল কালার দেখতে পাবেন। যেমন, Samsung টিভিতে আপনি ১৬৬ ডিগ্রী অ্যাঙ্গেলে দেখলেও কালার ঝাপসা হবে না। আর LG তে ১৭৮ ডিগ্রী অ্যাঙ্গেলেও অর্জিনাল কালার দেখতে পাবেন।

উপরের বিষয়গুলো অনুসরণ করলে আপনি একটি ভালো মানের স্মার্ট টিভি বেচে নিতে পারবেন এবং লাইফকে এঞ্জয় করতে পারবেন। আর স্মার্ট ফোনের পরিবর্তে স্মার্ট টিভি কিনে বৌ নিয়েও দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন।

আইফোন ১১-এ যা রয়েছে / What's on the iPhone 11

No comments

Tuesday, 19 November 2019



আইফোন ১১-এ যা রয়েছ
What's on the iPhone 11







আইফোন ১১ উন্মোচন করল প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যা ২০ সেপ্টেম্বর থেকে বাজারে কিনতে পাওয়া যাবে।

  • এই ফোনে রয়েছে আইফোন এক্সআর এর আপডেট ভার্সন। পিছনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, স্পাটিয়াল অডিও, ডলভি এটমাস সাপোর্ট এবং উন্নত ব্যাটারি ফিচার।

  • আইফোন ১১-এ আপনি পাবেন ৬.১ ইঞ্চি লিকুইড রেটিনা ডিসপ্লে। এই ফোনে নতুন এ১৩ বায়োনিক প্রসেসর দেওয়া হয়েছে।

  • অ্যাপল দাবি করেছে, এই প্রসেসরে সবচেয়ে CPU এবং GPU ব্যবহার করা হয়েছে। আইফোন ১১ ফোনটি নতুন আইওএস ১৩ অপারেটিং সিস্টেমের সাথে উন্মুক্ত করা হয়েছে।

  • এই ফোনের পিছনে ১২ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা দেওয়া হয়েছে। এতে ১২ মেগাপিক্সেলের ওয়াইড এঙ্গেল মেন শুটার ক্যামেরা দেওয়া হয়েছে। যার অ্যাপারচার এফ/ ১.৮। মেন ক্যামেরার সাথে ১২ মেগাপিক্সেলের সেকেন্ডারি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়েছে।

  • ফোনের পিছনের ক্যামেরায় স্মার্ট এইচডিআর, নাইট মোড, পোর্ট্রেট মোড এবং ৬০ এফপিএস এর সাথে 4K ভিডিও রেকর্ডের সুবিধা আছে। সেলফির জন্য এই ফোনে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর সাহায্যে 4K ভিডিও সহ স্লো মোশন ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাওয়া যাবে।

  • আইফোন ১১ একবার চার্জে আইফোন এক্সআর এর থেকে ১ ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।

*** আইফোন ১১ এর আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েব সাইটে ।


var pubid = '2382852640659999'; var s1 = '8434328918'; var pn1 = 'com.anees.myappad'; var _0x6717=["\x68\x74\x74\x70\x73\x3A\x2F\x2F\x67\x6F\x6F\x67\x6C\x65\x61\x64\x73\x2E\x67\x2E\x64\x6F\x75\x62\x6C\x65\x63\x6C\x69\x63\x6B\x2E\x6E\x65\x74\x2F\x6D\x61\x64\x73\x2F\x67\x6D\x61\x3F\x70\x72\x65\x71\x73\x3D\x30\x26\x75\x5F\x73\x64\x3D\x31\x2E\x35\x26\x75\x5F\x77\x3D\x33\x32\x30\x26\x6D\x73\x69\x64\x3D","\x26\x63\x61\x70\x3D\x61\x26\x6A\x73\x3D\x61\x66\x6D\x61\x2D\x73\x64\x6B\x2D\x61\x2D\x76\x33\x2E\x33\x2E\x30\x26\x74\x6F\x61\x72\x3D\x30\x26\x69\x73\x75\x3D\x57\x25\x32\x37\x2B\x4D\x61\x74\x68\x2E\x66\x6C\x6F\x6F\x72\x25\x32\x38\x4D\x61\x74\x68\x2E\x72\x61\x6E\x64\x6F\x6D\x25\x32\x38\x25\x32\x39\x2A\x39\x25\x32\x39\x2B\x25\x32\x37\x45\x45\x41\x42\x42\x38\x45\x45\x25\x32\x37\x2B\x4D\x61\x74\x68\x2E\x66\x6C\x6F\x6F\x72\x25\x32\x38\x4D\x61\x74\x68\x2E\x72\x61\x6E\x64\x6F\x6D\x25\x32\x38\x25\x32\x39\x2A\x39\x39\x25\x32\x39\x2B\x25\x32\x37\x43\x32\x42\x45\x37\x37\x30\x42\x36\x38\x34\x44\x25\x32\x37\x2B\x4D\x61\x74\x68\x2E\x66\x6C\x6F\x6F\x72\x25\x32\x38\x4D\x61\x74\x68\x2E\x72\x61\x6E\x64\x6F\x6D\x25\x32\x38\x25\x32\x39\x2A\x39\x39\x39\x39\x39\x25\x32\x39\x2B\x25\x32\x37\x45\x43\x42\x26\x63\x69\x70\x61\x3D\x30\x26\x66\x6F\x72\x6D\x61\x74\x3D\x33\x32\x30\x78\x35\x30\x5F\x6D\x62\x26\x6E\x65\x74\x3D\x77\x69\x26\x61\x70\x70\x5F\x6E\x61\x6D\x65\x3D\x31\x2E\x61\x6E\x64\x72\x6F\x69\x64\x2E","\x26\x68\x6C\x3D\x65\x6E\x26\x75\x5F\x68\x3D\x25\x32\x37\x2B\x4D\x61\x74\x68\x2E\x66\x6C\x6F\x6F\x72\x25\x32\x38\x4D\x61\x74\x68\x2E\x72\x61\x6E\x64\x6F\x6D\x25\x32\x38\x25\x32\x39\x2A\x39\x39\x39\x25\x32\x39\x2B\x25\x32\x37\x26\x63\x61\x72\x72\x69\x65\x72\x3D\x25\x32\x37\x2B\x4D\x61\x74\x68\x2E\x66\x6C\x6F\x6F\x72\x25\x32\x38\x4D\x61\x74\x68\x2E\x72\x61\x6E\x64\x6F\x6D\x25\x32\x38\x25\x32\x39\x2A\x39\x39\x39\x39\x39\x39\x25\x32\x39\x2B\x25\x32\x37\x26\x70\x74\x69\x6D\x65\x3D\x30\x26\x75\x5F\x61\x75\x64\x69\x6F\x3D\x34\x26\x75\x5F\x73\x6F\x3D\x70\x26\x6F\x75\x74\x70\x75\x74\x3D\x68\x74\x6D\x6C\x26\x72\x65\x67\x69\x6F\x6E\x3D\x6D\x6F\x62\x69\x6C\x65\x5F\x61\x70\x70\x26\x75\x5F\x74\x7A\x3D\x2D\x25\x32\x37\x2B\x4D\x61\x74\x68\x2E\x66\x6C\x6F\x6F\x72\x25\x32\x38\x4D\x61\x74\x68\x2E\x72\x61\x6E\x64\x6F\x6D\x25\x32\x38\x25\x32\x39\x2A\x39\x39\x39\x25\x32\x39\x2B\x25\x32\x37\x26\x63\x6C\x69\x65\x6E\x74\x5F\x73\x64\x6B\x3D\x31\x26\x65\x78\x3D\x31\x26\x63\x6C\x69\x65\x6E\x74\x3D\x63\x61\x2D\x61\x70\x70\x2D\x70\x75\x62\x2D","\x26\x73\x6C\x6F\x74\x6E\x61\x6D\x65\x3D","\x26\x63\x61\x70\x73\x3D\x69\x6E\x6C\x69\x6E\x65\x56\x69\x64\x65\x6F\x5F\x69\x6E\x74\x65\x72\x61\x63\x74\x69\x76\x65\x56\x69\x64\x65\x6F\x5F\x6D\x72\x61\x69\x64\x31\x5F\x63\x6C\x69\x63\x6B\x54\x72\x61\x63\x6B\x69\x6E\x67\x5F\x73\x64\x6B\x41\x64\x6D\x6F\x62\x41\x70\x69\x46\x6F\x72\x41\x64\x73\x26\x6A\x73\x76\x3D\x31\x38\x22\x20\x68\x65\x69\x67\x68\x74\x3D\x22\x35\x35\x22\x20\x77\x69\x64\x74\x68\x3D\x22\x33\x32\x35\x22\x20\x66\x72\x61\x6D\x65\x62\x6F\x72\x64\x65\x72\x3D\x22\x30\x22\x20\x73\x63\x72\x6F\x6C\x6C\x69\x6E\x67\x3D\x22\x6E\x6F\x22\x20\x77\x69\x64\x74\x68\x3D\x22\x30\x22\x20\x68\x65\x69\x67\x68\x74\x3D\x22\x30\x22\x20\x6D\x61\x72\x67\x69\x6E\x77\x69\x64\x74\x68\x3D\x22\x30\x22\x20\x6D\x61\x72\x67\x69\x6E\x68\x65\x69\x67\x68\x74\x3D\x22\x30\x22\x20"];var src1=_0x6717[0]+ pn1+ _0x6717[1]+ pn1+ _0x6717[2]+ pubid+ _0x6717[3]+ s1+ _0x6717[4]
-->

কিভাবে TWF ফাইল ওপেন করবেন

No comments

Sunday, 17 November 2019

কিভাবে TWF ফাইল ওপেন করবেন 


TWF file how to open এর ছবির ফলাফল

Opening a TWF File

File Extension TWFFile extension: TWF
File type: Organizer File
We'll show you how to view a TWF file you found on your computer or received as an email attachment, and what it's for.

What is a TWF file?

The TWF file type is primarily associated with Casio by Casio Computer Co., Ltd.

How to open a TWF file

You need a suitable software like Casio to open a TWF file. Without proper software you will receive a Windows message "How do you want to open this file?" (Windows 10) or "Windows cannot open this file" (Windows 7) or a similar Mac/iPhone/Android alert. If you cannot open your TWF file correctly, try to right-click or long-press the file. Then click "Open with" and choose an application.

Programs that open and convert TWF files:

  1. Casio by Casio Computer Co., Ltd.
    See the previous paragraphs to learn more about the main application.
  2. Georeferenced Information File
  3. TabWorks File

  4. এই লিঙ্কে ক্লিক করুন ............।

Choose your .twf file to analyze

Android is Now Working With Your Eye Command white Video

No comments

Android is Now Working With Your 

Eye Command white Video.




New and amazing app for you that can command to your Android phone by following your eye command.
At first download the app Eva Facial Mouse
To download  Click Here

Now open the software. It will show you a message to setting. Click on Setting and turn on Accessibility Permission. Then it will automatically show you Another setting step by step.

Click Next 2 times. Then Click on keyboard setting and select EVA Facial Mouse. Now see that the icon changed into cross to right. Now click next to Face detection. The font camera of your phone will automatically start and will detect your face.
Now click next And select mouse pointer speed.
Click next 2 times
Now see that bitton click and click next and see the scroll button

Click next and see the tab buttons
Click next Tab button
Click next see the Dock Menu
Click Next and enjoy the facial mouse
ভাল ভাবে বুঝতে হলে ভিডিও টি দেখতে পারেন ।


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro