Showing posts with label স্প্লাইসার মেশিন রিভিউ. Show all posts
Showing posts with label স্প্লাইসার মেশিন রিভিউ. Show all posts

How optical fiber is placed in sea. Fiber Optic Cables - How They Work

No comments

Tuesday, 23 June 2020


অপটিক্যাল ফাইবারফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে? 

অপটিক্যাল ফাইবার উদ্ভাবনের নেপথ্যে অপটিক্যাল ফাইবার কি? এটা কিভাবে কাজ করে? 
কিভাবে অপটিক্যাল ফাইবার তার সমুদ্রের নিচে স্থাপিত হয় 

যেভাবে কাজ করে অপটিক্যাল ফাইভার ইন্টারনেটের জন্যে ফাইবার অপটিক কেবল তারা কিভাবে কাজ এটা কিভাবে তৈরি হচ্ছে, ফাইবার অপটিক্স। 

ফাইবার অপটিক আসলে কি ?? ফাইবার অপটিকের খুটিনাটি। 

আশ্চর্যের সীমা ছাড়িয়েযাবে A to Z of Fiber Optic বাতাস দিয়ে বিদ্যুৎ তৈরী। কিভাবে উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরী হয়


AC-NET F-80 Splicing Machine

No comments



Features: # 0.01dB splicing loss # AC DC Charging feature # Maximum 48hrs repairing & servicing time # Back-up machine is available during repair time. 5 Years warranty (1st year with all spare parts). MRP: টাকা ১,oo,০০০.০০ ***পেমেন্ট পলিসি এবং ক্রয়ের পরিমাণ এর উপর ডিস্কাউন্ট রয়েছে 《লাইভ ডেমো দেখতে এবং মাল ক্রয় আমাদের নিজের ঠিকানায় যোগাযোগ কারুন》.....》》 Ferdausi Plaza (5th Floor), 334 New Elephant Road, Dhaka-1000 Please Contact: 01646102010; 01611140584; 01675184703; 01675184709; 01670934654; 《B.B Stadium Showroom》 Phone: 0257164120; 01611140585 《Multiplan Showroom》 Phone: 0255153446; 01675184703 《Mirpur Showroom》 Phone: 01611150719; 01734857558 《Uttara Showroom》 Cell: 01611497022 《Chittagong Showroom》 Phone: 01678308986; 01815158005 《Sylhet Showroom》 Cell: 01701454525, 01701454535 《Rajshahi Showroom》 Cell: 01634813289, 0191866607 《Comilla Showroom》 Mobile: 01611160720, 01642977900

AC-NET F-90 Splice Machine

No comments

AC-NET F-90 Splice Machine সহজে বহনযোগ্য, কম db লস করে, FTTx এর জন্য বিশেষভাবে তৈরি একটি ভালো কোয়ালিটির স্পাইসিং মেশিন।
ভিডিও টি দেখুন, ভালো লাগলে শেয়ার করুন। আমাদের পেজে লাইক দিন। বিশেষ ফিচারগুলো হলোঃ # FTTx এর জন্য বিশেষভাবে তৈরি # খুব কম db লস করে, অধিকাংশ জোড়াই 0.00dB এ দিতে সক্ষম # ইলক্ট্রোরড দিয়ে ৪০০০+ spplice করা যায় # ব্যাটারি ফুল চার্জে ২০০ splice এবং heat # Cleaver দিয়ে ৫o,০০০ বার ফাইবার কাটা যাবে # Non-Sticky Heating Tray # ৫ বছর ওয়ারেন্টি (১ম বছর সকল স্পেয়ার পার্টস সহ) # নিজস্ব সার্ভিস সেন্টার ও দক্ষ ইঞ্জিনিয়ার 《লাইভ ডেমো দেখতে এবং মাল ক্রয় আমাদের নিজের ঠিকানায় যোগাযোগ কারুন》.....》》 Ferdausi Plaza (5th Floor), 334 New Elephant Road, Dhaka-1000 Please Contact: 01611140584; 01675184703; 01675184709; 01670934654; 01646102010 《B.B Stadium Showroom》 Phone: 0257164120; 01611140585 《Multiplan Showroom》 Phone: 0255153446; 01675184703 《Mirpur Showroom》 Phone: 01611150719; 01734857558 《Uttara Showroom》 Cell: 01611497022 《Chittagong Showroom》 Phone: 01678308986; 01815158005 《Sylhet Showroom》 Cell: 01701454525, 01701454535 《Rajshahi Showroom》 Cell: 01634813289, 0191866607 《Comilla Showroom》 Mobile: 01611160720, 01642977900

FiberFox Mini 4S কোরিয়াতে তৈরী একটা উন্নতমানের Splicer Machine.

No comments

Features:
# Shock, Splash and Dust Proof
• Specially designed for FTTH networking work
Most dependable Splicer • 100% Made in Korea
• Toutch & Button for easy operation
• SoC connector splicing facility (4s) • 2 Battery pack
• 5 years warranty (First 2 Years Including all spare parts)
• Shock, Splash and Dust proof • Many more..
Ferdausi Plaza (5th Floor),

《লাইভ ডেমো দেখতে এবং মাল ক্রয় আমাদের নিজের ঠিকানায় যোগাযোগ কারুন》.....》》

 334 New Elephant Road, Dhaka-1000
《Multiplan Showroom》
Please Contact: 01917308010; 01976565655; 01675184709; 01670934654 《B.B Stadium Showroom》 Phone: 0257164120; 01611140585
Phone: 01678308986; 01815158005
Phone: 0255153446; 01675184703 《Mirpur Showroom》 Phone: 01611150719; 01734857558 《Uttara Showroom》 Cell: 01611497022 《Chittagong Showroom》
《Khulna Showroom》
《Sylhet Showroom》 Cell: 01701454525, 01701454535 《Rajshahi Showroom》 Cell: 01711666007 《Comilla Showroom》 Mobile: 01611160720, 01642977900
Mobile : 01646102001

AC-NET F-90 Splice Machine

No comments

AC-NET F-90 Splice Machine 

সহজে বহনযোগ্য, কম db লস করে, FTTx এর জন্য বিশেষভাবে তৈরি একটি ভালো কোয়ালিটির স্পাইসিং মেশিন। ভিডিও টি দেখুন, ভালো লাগলে শেয়ার করুন। 

আমাদের পেজে লাইক দিন। বিশেষ ফিচারগুলো হলোঃ 

# FTTx এর জন্য বিশেষভাবে তৈরি # খুব কম db লস করে, অধিকাংশ জোড়াই 0.00dB এ দিতে সক্ষম # ইলক্ট্রোরড দিয়ে ৪০০০+ spplice করা যায় 

# ব্যাটারি ফুল চার্জে ২০০ splice এবং heat # Cleaver দিয়ে ৫o,০০০ বার ফাইবার কাটা যাবে # Non-Sticky Heating Tray 

# ৫ বছর ওয়ারেন্টি (১ম বছর সকল স্পেয়ার পার্টস সহ) # নিজস্ব সার্ভিস সেন্টার ও দক্ষ ইঞ্জিনিয়ার 

《লাইভ ডেমো দেখতে এবং মাল ক্রয় আমাদের নিজের ঠিকানায় যোগাযোগ কারুন》.....》》
 Ferdausi Plaza (5th Floor), 334 New Elephant Road, Dhaka-1000 Please Contact: 01611140584; 01675184703; 01675184709; 01670934654; 01646102010 

《B.B Stadium Showroom》 Phone: 0257164120; 01611140585 

《Multiplan Showroom》 Phone: 0255153446; 01675184703 

《Mirpur Showroom》 Phone: 01611150719; 01734857558 

《Uttara Showroom》 Cell: 01611497022 

《Chittagong Showroom》 Phone: 01678308986; 01815158005 

《Sylhet Showroom》 Cell: 01701454525, 01701454535 

《Rajshahi Showroom》 Cell: 01634813289, 0191866607 

《Comilla Showroom》 Mobile: 01611160720, 01642977900




AI-9 Optical Fiber Fusion Splicer Machine

No comments

AI-9 Optical Fiber Fusion Splicer Machine


Description
Core alignment, 6-motors, 5-seconds fast splicing, 15-seconds fast heating, built-in power meter, and VFL, anti-theft lock, remote control


ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে?

No comments

Friday, 8 February 2019


ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে?



আজ থেকে প্রায় ২,০০০ বছর আগে রোমানরা সর্বপ্রথম নল “পাইপ” আবিষ্কার করেছিলো। তারা নল আবিষ্কার করে, এক স্থান থেকে আরেক স্থানে পানি নিয়ে যাওয়ার অভিনব পরিবর্তন এনেছিল। কিন্তু ভেবে দেখুন এমন নলের কথা, যা পানি নয়—বরং আপনার ইন্টারনেট ডাটা, ইমেইল আর ফোন কল এক স্থান থেকে আরেক স্থানে বয়ে নিয়ে যায়। এই নলের মধ্যে আলোর মাধ্যমে ডিজিটাল ডাটা প্রবাহ করিয়ে বয়ে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, আমি ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার এর কথা বলছি। তো চলুন জেনে নেওয়া যাক, কীভাবে এই পাইপ সেকেন্ডের মধ্যে সকল ডাটা পরিবহন করে নিয়ে যায়।










ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কি?

তথ্য যে বিভিন্ন মাধ্যমে প্রবাহিত হতে পারে এই ধারণাকে কাজে লাগিয়েই আমরা অনেক প্রকারের কাজ করে থাকি। যখন আমরা টেলিফোনে কথা বলি তখন আমাদের কণ্ঠস্বর থেকে শব্দ তারের মাধ্যমে আমাদের ঘরের দেওয়ালের সকেটের মধ্যদিয়ে তা আরেকজনের টেলিফনের তারের সাথে যুক্ত হয় এবং লোকাল টেলিফোন এক্সচেঞ্জের মাধ্যমে কথাবার্তা সম্পূর্ণ হয়ে থাকে। সেলফোন কিন্তু আবার সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে কাজ করেঃ এরা তথ্য আদান প্রদান করার জন্য এক অদৃশ্য রেডিও তরঙ্গ ব্যবহার করে—আর এই প্রযুক্তিকে ওয়্যারলেস প্রযুক্তি বলে, কেনোনা এতে কোন তার থাকে না। ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার আরেক পদ্ধতিতে কাজ করে। এটি কোন তথ্যকে কোডে পরিণত করে আলোর মাধ্যমে একটি কাঁচের বা প্ল্যাস্টিকের পাইপের মধ্যদিয়ে ছুড়ে মারা হয়। এটি সর্বপ্রথম এন্ডস্কোপ উন্নতিকরন করার সময় কাজে নেওয়া হয়েছিলো। এন্ডস্কোপ হলো একটি মেডিক্যাল যন্ত্র, যা ডাক্তারদের মানবদেহ না কেটেই এর ভেতরে সবকিছু দেখতে সাহায্য করে। ১৯৬০ সালের দিকে ইঞ্জিনিয়াররা এই একই প্রযুক্তি ব্যবহার করে টেলিফোন কল ট্র্যান্সমিট করে আলোর সাহায্যে। আলোর গতি সাধারনত ১৮৬,০০০ মাইল বা ৩০০,০০০ কিলোমিটার প্রতি সেকেন্ড হয়ে থাকে কিন্তু ফাইবার অপটিক ক্যাবলে তা তিন ভাগের দুইভাগ হয়ে থাকে।

অপটিক্যাল প্রযুক্তি

ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার ক্যাবল অত্যন্ত পাতলা কাঁচ বা প্ল্যাস্টিকের সমন্বয়ে তৈরি হয়ে থাকে যা অপটিক্যাল ফাইবার নামে পরিচিত। একটি ক্যাবলের মধ্যে মানুষের মাথার চুলের চেয়েও দশগুন বেশি পাতলা তন্তু থাকে, এই তন্তুর পরিমান কয়েকটি থেকে কয়েকশত পর্যন্ত হতে পারে। এক একটি তন্তু একসাথে ২৫,০০০ টেলিফোন কল বহন করতে সক্ষম এবং একটি সম্পূর্ণ ক্যাবল একসাথে কয়েক মিলিয়ন কল বহন করতে পারে।
ফাইবার অপটিক ক্যাবল সম্পূর্ণভাবে অপটিক্যাল (আলোর উপর নির্ভর) প্রযুক্তি ব্যবহার করে দুইটি জায়গার মধ্যে তথ্য আদান প্রদান করাতে পারে। মনে করুন আপনি আপনার কম্পিউটার হতে কোন তথ্য আপনার বন্ধুর কম্পিউটারে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে পাঠাতে চান, মনে করুন আপনার বন্ধুর বাসা রাস্তার ঐপারে। তাহলে এখন আপনার কম্পিউটারটিকে একটি লেজারের সাথে সম্পর্কযুক্ত করাতে হবে, যা কম্পিউটারের ইলেকট্রিকাল তথ্য গুলোকে একটি ক্রমিক লাইট পালসে পরিণত করবে। এবার আপনাকে সেই লেজারবীমটি ফাইবার অপটিক ক্যাবলে ফেলাতে হবে। আপনার ছুড়ে মারা লাইট বীমটি ক্যাবলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে পৌঁছাবে, মানে আপনার বন্ধুর কাছে গিয়ে পৌঁছাবে। এখন আপনার বন্ধুর একটি ফটোইলেক্ট্রনিক সেলের (আলো সনাক্ত করার কম্পোনেন্ট) প্রয়োজন পড়বে, যা লাইট পালসকে আবার ইলেকট্রিকাল তথ্যে পরিণত করবে যাতে কম্পিউটার তা বুঝতে পারে। আর এই হলো অপটিক্যাল প্রযুক্তির মূল মন্ত্র।

অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে?

আমরা স্কুলে পড়েছি যে, আলো সর্বদা সমান্তরাল পথে চলে। কিন্তু এখানে আলো কীভাবে কোন আঁকাবাঁকা নলের মধ্যদিয়ে চলতে পারে? খুব ভালো প্রশ্ন, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ফাইবার অপটিক ক্যাবলের মধ্যদিয়ে আলো চলার সময় তা বারবার ভেতরে ক্যাবলের গায়ে লাফিয়ে লাফিয়ে গমন করে। প্রত্যেকটি ফোটন (আলোর কণা) ক্যাবলের দেওয়ালে লাফিয়ে লাফিয়ে পথ অতিক্রম করে। আপনি হয়তো ভাবছেন যে, আলো যদি কোন গ্লাসের সাথে ধাক্কা খায় তবে ধাক্কা খাওয়া স্থলে আলো আটকে যাবে। কিন্তু আলো যদি কোন অগভীর কোণে (৪২ ডিগ্রিরও কম) কোন গ্লাসের সাথে ধাক্কা খায় তবে তা প্রতিফলিত হয়ে আরেক পথে চলতে আরম্ভ করে। যেমনটা কোন আয়নাতে টর্চলাইট মারলে সেই আলোকরশ্মি প্রতিফলিত হয়ে আবার আপনার কাছেই ফিরে আসে এবং টর্চ মারার কোন নিয়ন্ত্রন করার মাধ্যমে আপনি প্রতিফলিত আলোকরশ্মির দিকও নিয়ন্ত্রন করতে পারেন। যাই হোক, এই সম্পূর্ণ বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় টোটাল ইন্টারনাল রিফ্লেক্সন (total internal reflection) বলা হয়। আর এই ধর্মের ফলেই আলো বারবার প্রতিফলিত হয়ে পাইপের মধ্যেই থাকে।
তবে আরেকটি ব্যাপার রয়েছে, যা আলোকে ক্যাবলের মধ্যে রাখতে সাহায্য করে থাকে, আর তা হলো ক্যাবলের গঠন। ক্যাবলটি দুটি ভিন্ন অংশ দ্বারা প্রস্তুত করা হয়ে থাকে। একটি হলো ক্যাবলটির মধ্যস্থল, যার ভেতর দিয়ে আলো গমন করে—একে কোর বলা হয়। আবার এই কোরের বাহিরদিক দিয়ে জড়ানো আরেকটি কাঁচের আস্তরণ থাকে যাকে ক্ল্যাডিং (cladding) বলা হয়। ক্ল্যাডিং এর কাজ হলো আলোক সিগন্যালকে কোরের ভেতরে ধরে রাখা। ক্ল্যাডিং তার কাজ খুব ভাল করেই করতে পারে, কেনোনা এটি এক আলাদা গ্লাসের সমন্বয়ে তৈরি করা হয়।

অপটিক্যাল ফাইবারের ব্যবহার

কোন গ্লাস বা প্ল্যাস্টিকের তৈরি নলের মধ্য দিয়ে আলো গমন করে নিয়ে যাওয়া হয়তো বিজ্ঞানের কোন জাদুর ট্রিক মনে হতে পারে। আপনি হয়তো ভাবতেই পারবেন না যে এই ট্রিকের উপরে কোন ব্যস্তব জীবনের অ্যাপ্লিকেশন থাকতে পারে। কিন্তু যেভাবে ইলেক্ট্রিসিটি বিভিন্ন মেশিনকে পাওয়ার জোগাতে পারে ঠিক তেমনি আলোকরশ্মি তথ্য বহন করতে পারে—আর এই জন্যই আমরা একে বিভিন্ন কাজে ব্যবহারও করতে পারি। এই প্রযুক্তি বর্তমানে কম্পিউটার নেটওয়ার্কিং, ব্রডকাস্টিং, মেডিক্যাল স্ক্যানিং, এবং মিলিটারি উপকরণ হিসেবে ব্যবহার করা হয়।

কম্পিউটার নেটওয়ার্ক

ফাইবার অপটিক ক্যাবলকে বর্তমানে প্রধানত লম্বা দুরত্বের মধ্যে তথ্য বহন করার কাজে ব্যবহার করা হয়—কেনোনা এটির পুরাতন স্টাইলের কপার ক্যাবল হতে ৩টি বড় বড় সুবিধা রয়েছে।
  • কম সিগন্যাল অপচয়ঃ কপার তারের তুলনায় এতে তথ্য প্রায় ১০ গুন বেশি পাঠানো যায় তাও আবার কোন অ্যামপ্লিফাইং ছাড়ায়। যার জন্য ফাইবার অপটিক নেটওয়ার্ক আরো সহজ, দক্ষ, এবং সস্তা হয়ে থাকে।
  • কোন ব্যতিচার নেইঃ কপার ক্যাবলে প্রায়শই ইলেক্ট্রোম্যাগনেটিক ব্যতিচার (electromagnetic interference) ঘটে থাকে। কিন্তু অপটিক্যাল ফাইবারে কোন ব্যতিচার ঘটে না, বরং আরো ভালো মানের সিগন্যাল কোয়ালিটি পাওয়া যায়।
  • উচ্চ ব্যান্ডউইথঃ একই মাপের অপটিক ক্যাবল কপার ক্যাবলের তুলনায় অনেক বেশি তথ্য বহন করতে সক্ষম।
আপনি এই তথ্য গুলো এই ব্লগ থেকে পড়তে পারছেন বলে আপনার ইন্টারনেটকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। শুধু এই ব্লগটির সার্ভার নয়, বরং আপনার পছন্দের সার্চ ইঞ্জিন গুগলও গোটা পৃথিবী ব্যাপী বহুত বড় বড় ইন্টারনেট ডাটা সেন্টার গুলোকে ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে কানেক্টেড রেখেছে। এমনকি হয়তো আপনিও ফাইবার-অপটিক ব্রডব্যান্ড ব্যবহার করে প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করছেন, হয়তোবা এই মুহূর্তে টেকহাবস পড়ছেন। আপনি জানেন কি, এক হিসাব থেকে জানা গেছে, গোটা পৃথিবীর প্রায় ৯৯% ইন্টারনেট অপটিক ক্যাবল দ্বারা প্রবাহিত হচ্ছে।
আমরা যতো দ্রুততর ইন্টারনেট সেবা পাবো—তোতোই অনেক বেশি আডভান্স কাজকর্ম করতে পারবো, যেমন ক্লাউড কম্পিউটিং। বেশি গতির ইন্টারনেট মানে অনলাইন এইচডি ভিডিও স্টিম, অনলাইন টিভি দেখা, অথবা বড় বড় ফাইল ডাউনলোড করা। তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মে ইন্টারনেট অফ থিংগস চালানোর জন্য অবশ্যই প্রয়োজন পড়বে দ্রুততর ইন্টারনেট সেবার, আর অপটিক্যাল ফাইবারই পারে তা পূরণ করতে।

ব্রডকাস্টিং

২০ শতকের শুরুর দিকে রেডিও এবং টিভির ব্রডকাস্টিং ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস ব্যবহার করে করা হতো। যেখানে একটি সিগন্যাল ট্রান্সমিটার ব্যবহার করে বাতাসে সিগন্যাল ছুড়ে মারা হতো এবং আমাদের বাড়িতে থাকা শতশত অ্যান্টেনা সেই সিগন্যাল গুলোকে ধরে ফেলত। আজকের দিনেও আমরা রেডিওতে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভস ব্যবহার করি, শুধু টিভি ব্রডকাস্টিং করার জন্য অপটিক্যাল ফাইবার ব্যবহার করি।
ক্যাবল টিভি কোম্পানি প্রথমে কোয়াক্সিয়াল ক্যাবল (coaxial cable) (একটি কপারের ক্যাবল, যাতে ধাতব বস্তু চারপাশে পেঁচানো থাকে, যাতে সিগন্যাল ব্যতিচার না ঘটে) ব্যবহার করে টিভি ব্রডকাস্টিং চালাত। আর এতে অ্যানালগ টিভি সিগন্যাল পাঠানো হতো। কিন্তু টিভি প্রযুক্তি যখন অ্যানালগ থেকে ডিজিটালে চলে আসলো তখন টিভি কোম্পানিরা অপটিক ক্যাবল ব্যবহার করার প্রয়োজন বোধ করতে আরম্ভ করলো।
ফাইবার অপটিক ক্যাবলে সিগন্যাল ব্যতিচার অনেক কম বলে, এটি অত্যন্ত ভালো পিকচার এবং সাউন্ড কোয়ালিটি প্রদান করতে পারে। আর তাছাড়া অনেক কম অ্যামপ্লিফাইং করেই সিগন্যাল অনেক দূর পর্যন্ত পাঠানো সম্ভব। তাছাড়া আজকের আইপি টিভি (ইন্টারনেট প্রোটোকল টিভি) গুলো অপটিক ক্যাবল ব্যবহার করে প্যাকেট সুইচিং এর মাধ্যমে অত্যন্ত ভালো পিকচার এবং সাউন্ড প্রদান করে। আইপি টিভি নিয়ে সামনে একটি পোস্ট লিখে ফেলবো ইনশাআল্লাহ্‌।

মেডিক্যাল ও মিলিটারি

বহুত আগে থেকে মেডিক্যাল গ্যাজেটে ফাইবার অপটিক ব্যবহৃত হয়ে আসছে। যার মাধ্যমে ডাক্তারেরা মানবদেহে কোন প্রকারের কাঁটাছেঁড়া না করেই দেহের অভ্যন্তরে দেখতে সক্ষম হতো। তাছাড়া এই অপটিক্যাল ক্যাবল চিকন, লাইটওয়েট, হাই-ক্যাপাসিটি, এবং অত্যন্ত নিরাপদ হওয়ার জন্য মিলিটারিরা একে বিভিন্ন কাজে যেমন রাডার, মিশাইল, ইত্যাদিতে ব্যবহার করে থাকেন। তাছাড়া তাদের গোপন সার্ভার গুলোও এই ক্যাবলের মাধ্যমে কানেক্ট করা থাকে। আর তাছাড়া কপার ক্যাবলের চেয়ে অপটিক্যাল ক্যাবল দামে অনেক বেশি সস্তা হয়ে থাকে।

শেষ কথা

শা করছি ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলেন। জানলেন, কীভাবে আলোর মাধ্যমে কম্পিউটার ডাটা বহন করা সম্ভব। আমি সামনের দিনে রাডার এবং আইপি টিভি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকের পোস্টটি কেমন লেগেছে বা আপনার যেকোনো প্রশ্ন নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। সাথে পোস্টটি শেয়ার করে এই ব্লগকে সমর্থন করুন।


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro