অরিয়ন নক্ষত্র মন্ডল- মহান আল্লাহর অন্যতম নিদর্শন।
(অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি না টেনে পুরো দেখবেন)
এই বিশ্ব জগতের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই সৃষ্টিজগতের চতুর্দিকে মানুষের জন্য তার উপস্থিতি ও ক্ষমতার অসংখ্য নিদর্শন দিয়ে রেখেছেন যাতে মানুষ চিন্তা করতে পারে। তার নেককার ও জ্ঞান সম্পন্ন বান্দারা এই নিদর্শণ সমূহ দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে সিজদায় লুটিয়ে পড়ে তাদের প্রতিপালকের মাহাত্ম্যকে সবার মাঝে ঘোষণা করে।
শুরুতে তেলওয়াতকৃত পবিত্র কোরআনের আয়াতে মহান আল্লাহ তায়ালা আকাশ জগতে ও পৃথিবীতে স্থিত বস্তু সমূহের মধ্যে নিদর্শন রয়েছে বলে ঘোষণা করেছেন এবং তিনি সুস্পষ্ট ভাবেই উল্লেখ করে বলেছেন তার এই নিদর্শনগুলোর যথার্থতা কেবল মাত্র সমাজের জ্ঞান সম্পন্ন চিন্তাশীল, ধীমান, সত্যানুসন্ধানী, ব্যক্তিরাই উপলব্ধি করতে পারবে। আমাদের বাস্তবতার প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে প্রকৃত ব্যাপারটা আসলেই তাই। মহান আল্লাহর শত কোটি নিদর্শন আমাদের চতুর্দিকে ও আমাদের নিজেদের মধ্যে বিরতীহীনভাবে সক্রিয় আছে কিন্তু আমরা তার কতটুকুই বা ভাবি বা উপলব্ধি করি।
প্রিয় দর্শক আজ আমরা এই বিশ্ব জগতে মহান আল্লাহ সোবহানা ওয়া তায়ালার কোটি কোটি নিদর্শনের ক্ষুদ্র একটি নিদর্শন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদিওবা আপাত দৃষ্টিতে এই মহাবিশ^ জগতের তুলনায় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি অত্যন্ত ক্ষুদ্র বা নগন্য কিন্তু এটি আমাদের তুলনায় এমনকি আমাদের ১হাজার কোটি কিলোমিটার ব্যস সম্পন্ন সৌরজগতের তুলনায় হাজার হাজার গুণ বড়। এটি হলো রাতের আকাশের ক্ষুদ্র একটি অংশ। এই অংশটির নাম অরিয়ন কন্সটেলেশন বা বাংলায় কাল পুরুষ নক্ষত্রমন্ডল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রতের আকাশের কোটি কোটি তারার মেলার মধ্যেও এই অরিয়ন নক্ষত্র মন্ডলকে চিহ্নিত করা খুব সহজ।
এমনকি আজ আমরা যারা এই ভিডিওটি দেখছি তারাও অনেকবার মনের অজান্তে আকাশে এই অরিয়ন কন্সটেলেশন বা কালপুরুষ নক্ষত্রমন্ডলকে দেখেছি। কিন্তু আকাশে আরো অন্যান্য কোটি কোটি তারার মতোই এই অরিয়ন নক্ষত্র মন্ডল স্বাভাবিক ভাবেই আমাদের চোখ এড়িয়ে গেছে।
এবার চিন্তা করার বিষয় যে, পুরো আকাশইতো নক্ষত্র মন্ডলে ভরপুর। তবে কেন আমরা স্পেশালভাবে অরিয়ন নক্ষত্রমন্ডল নিয়ে কথা বলতে যাচ্ছি। আসলে বর্তমান সময় পর্যন্ত বিজ্ঞান দ্বারা বিষদভাবে স্টাডি করার পর অরিয়ন নক্ষত্র মন্ডলে স্থিত নক্ষত্র সমূহ এবং তাতে স্থিত নেবুলাকে পর্যবেক্ষণ করে অত্যন্ত আশ্চর্য্যজনক ভাবে এই অরিয়ন নক্ষত্র বিশেষ কিছু বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে।
একারণেই মূলত আজ আমি আপনাদের সামনে স্বল্প পরিসরে অরিয়ন নক্ষত্র মন্ডলের রহস্যকে উদঘাটন করতে যাচ্ছি।
No comments
Post a Comment
Thanks For Comment