কম্পিউটার - টিপস

কম্পিউটার টিপস

VPN কি ? যেভাবে নিরাপদ আনলিমিটেড ফ্রি VPN ব্যবহার করবেন ।



VPN এর পূর্ণরূপ হচ্ছে Virtual Private Network । ভিপিএন ইন্টারনেটে সংযুক্ত ডিভাইসে (কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাব) এর মধ্যে একটি সম্পূর্ণরূপে ব্যক্তিগত ও নিরাপদ সংযোগে রূপান্তরিত করে ।

VPN ব্যবহার করবেন কেন? তার কিছু গুরুত্বপূর্ণ কারণ

১। ওয়েবসাইট আনব্লক করুন

অনেক ওয়েবসাইট কিংবা স্ট্রিমিং ওয়েবসাইটের ভিডিও শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকে ।ভিপিএন আপনাকে উক্ত ব্লক করা ওয়েবসাইট বা ব্লককৃত কন্টেন্ট ব্রাউজ করতে দেয় । উদাহরণস্বরূপ, আপনি যদি চীনে এ ইন্টারনেট ব্যবহার করছেন তাহলে আপনি গুগল বা ফেসবুক ব্যবহার করতে পারবেন না কারণ এই সাইটগুলি সেখানে ব্লকড । কিন্তু ভিপিএন সার্ভারের মাধ্যমে আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় তা ব্যবহার করতে পারেন ।

২। টরেন্ট ডাউনলোডিংয়ে

ভিপিএন কোন ব্যান্ডউইথ ছাড়াই সমস্ত P2P কার্যক্রমের অনুমতি দেয়। সহজেই আপনি অ্যানোনমাস ইউজার হিসেবে ব্যবহার করতে পারবেন ফলে কেউ আইডেন্টিফাই করতে পারবে না ।

৩। আইপি অ্যাড্রেস লুকানো

নিজের আইপি অ্যাড্রেস হাইড করার জন্য সবচেয়ে সহজতম ও কার্যকারী উপায় হচ্ছে ভিপিএন ব্যবহার করা ।

৪। হ্যাকার প্রুফ থাকুন

ভিপিএন ব্যবহারের সময় আপনার ডাটা সম্পূর্ণরূপে এনক্রিপ্ট থাকে ফলে কোনো সেনসিটিভ ইনফরমেশন আদান-প্রদানের সময় আপনি থাকবেন সুরক্ষিত ।



যেভাবে ফ্রি HOLA  VPN ব্যবহার করবেন

ভিপিএন ব্যবহার করতে চাইলে ভিপিএন সার্ভিস প্রোভাইডাদের নিকট হতে সেবা গ্রহন করতে হয় । এর মধ্যে কোনো গুলোর সার্ভিস ফ্রি আবার কোনো গুলো পেইড ।তবে ফ্রি সার্ভিসগুলো থাকে লিমিটেড । আবার যেকোনো অবিশ্বস্থ ফ্রি সার্ভিস প্রোভইডাদের নিকট হতে ফ্রি ভিপিএন ব্যবহার করাও ঠিক হবে না । তাই বিশ্বস্থ সার্ভিস প্রোভাইডাদের প্রিমিয়াম সার্ভিস করাই ভালো ।

১. তবে ফ্রি নিরাপদ ভিপিএন ব্যবহার করতে চাইলে আপনি  Hola-Free VPN  ব্যবহার করতে পারেন যা আপনি ব্রাউজার, ডেক্সটপ কিংবা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন সহ ডিভাইসে খুব সহজেই ব্যবহার করতে পারেন । ঠিকানা :  http://hola.org/




২. আরেকটা উপায় আছে যা অনেকেই জানেন না যে, অপেরা ব্রাউজারেও ফ্রি সিকিউরড এন্ড আনলিমিটেড ব্যবহার করার জন্য ডিফল্ট অপশনস আছে যা ব্যবহার করে ফ্রি ভিপিএন ব্যবহার করা যায় ।
অপেরা ব্রাউজারে ফ্রি ভিপিএন চালু করতে Settings > Privacy & security > VPN অপশন থেকে Enable VPN টি চেক করুন ।এখন Start page গেলে দেখতে পারবেন অ্যাড্রেসবারের বা’পাশে VPN নামে একটি বাটন চালু হয়েছে সেটিতে ক্লিক করুন । এখন On অপশনটি Enable করুন এবং আপনার Virtual location সিলেক্ট করুন।

No comments

Post a Comment

Thanks For Comment


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro