১। ওয়েবসাইট আনব্লক করুন
অনেক ওয়েবসাইট কিংবা স্ট্রিমিং ওয়েবসাইটের ভিডিও শুধুমাত্র একটি নির্দিষ্ট দেশের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকে ।ভিপিএন আপনাকে উক্ত ব্লক করা ওয়েবসাইট বা ব্লককৃত কন্টেন্ট ব্রাউজ করতে দেয় । উদাহরণস্বরূপ, আপনি যদি চীনে এ ইন্টারনেট ব্যবহার করছেন তাহলে আপনি গুগল বা ফেসবুক ব্যবহার করতে পারবেন না কারণ এই সাইটগুলি সেখানে ব্লকড । কিন্তু ভিপিএন সার্ভারের মাধ্যমে আপনি যেকোনো সময় যেকোনো জায়গায় তা ব্যবহার করতে পারেন ।
২। টরেন্ট ডাউনলোডিংয়ে
ভিপিএন কোন ব্যান্ডউইথ ছাড়াই সমস্ত P2P কার্যক্রমের অনুমতি দেয়। সহজেই আপনি অ্যানোনমাস ইউজার হিসেবে ব্যবহার করতে পারবেন ফলে কেউ আইডেন্টিফাই করতে পারবে না ।
৩। আইপি অ্যাড্রেস লুকানো
নিজের আইপি অ্যাড্রেস হাইড করার জন্য সবচেয়ে সহজতম ও কার্যকারী উপায় হচ্ছে ভিপিএন ব্যবহার করা ।
৪। হ্যাকার প্রুফ থাকুন
ভিপিএন ব্যবহারের সময় আপনার ডাটা সম্পূর্ণরূপে এনক্রিপ্ট থাকে ফলে কোনো সেনসিটিভ ইনফরমেশন আদান-প্রদানের সময় আপনি থাকবেন সুরক্ষিত ।
যেভাবে ফ্রি HOLA VPN ব্যবহার করবেন
ভিপিএন ব্যবহার করতে চাইলে ভিপিএন সার্ভিস প্রোভাইডাদের নিকট হতে সেবা গ্রহন করতে হয় । এর মধ্যে কোনো গুলোর সার্ভিস ফ্রি আবার কোনো গুলো পেইড ।তবে ফ্রি সার্ভিসগুলো থাকে লিমিটেড । আবার যেকোনো অবিশ্বস্থ ফ্রি সার্ভিস প্রোভইডাদের নিকট হতে ফ্রি ভিপিএন ব্যবহার করাও ঠিক হবে না । তাই বিশ্বস্থ সার্ভিস প্রোভাইডাদের প্রিমিয়াম সার্ভিস করাই ভালো ।
১. তবে ফ্রি নিরাপদ ভিপিএন ব্যবহার করতে চাইলে আপনি Hola-Free VPN ব্যবহার করতে পারেন যা আপনি ব্রাউজার, ডেক্সটপ কিংবা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন সহ ডিভাইসে খুব সহজেই ব্যবহার করতে পারেন । ঠিকানা : http://hola.org/
২. আরেকটা উপায় আছে যা অনেকেই জানেন না যে, অপেরা ব্রাউজারেও ফ্রি সিকিউরড এন্ড আনলিমিটেড ব্যবহার করার জন্য ডিফল্ট অপশনস আছে যা ব্যবহার করে ফ্রি ভিপিএন ব্যবহার করা যায় ।
অপেরা ব্রাউজারে ফ্রি ভিপিএন চালু করতে Settings > Privacy & security > VPN অপশন থেকে Enable VPN টি চেক করুন ।এখন Start page গেলে দেখতে পারবেন অ্যাড্রেসবারের বা’পাশে VPN নামে একটি বাটন চালু হয়েছে সেটিতে ক্লিক করুন । এখন On অপশনটি Enable করুন এবং আপনার Virtual location সিলেক্ট করুন।
No comments
Post a Comment
Thanks For Comment