ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেনডেন্স মেশিন
ফিঙ্গার প্রিন্ট এ্যাটেনডেন্স
কমিউনিকেশন পোর্ট হিসেবে রয়েছে টিসিপি/আইপি, আরএস২৩২/৪৮৫ এবং ইউএসবি।
ডিভাইসটির অন্যান্য বৈশিষ্টের মধ্যে রয়েছে ব্যবহার শনাক্তকরণ সেটিংস, তথ্য সংরক্ষণ ও উদ্ধার এবং অক্ষর ও নম্বরের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন ইউজার আইডি তৈরি করা।
আইক্লক ৩৬০ মডেলের এই ডিভাইসটির দাম ১৯ হাজার টাকা।
ফিঙ্গার প্রিন্ট এ্যাটেনডেন্স মেশিনের সঠিক ব্যবহারঃ
বর্তমান সময়ে বিভিন্ন অফিসে কর্মচারীদের দৈনিক উপস্থিতি লিপিবদ্ধ করার জন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এর জন্য আঙ্গুলের ছাপ সনাক্ত করে, এরকম একটি মেশিন ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন ধরণের পিঞ্চ কার্ড ব্যবহারের পরিবর্তে এই মেশিন আঙ্গুলের ছাপ নিয়ে এর কাজ সম্পাদন করে। যা অন্যান্য মেশিনের তুলনায় আরও বেশী কার্যকরী। এখন এর ব্যবহার অনেক ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে। তবে এর ব্যবহার সম্পর্কে অনেকেই অবগত নয়। এখানে, এর সঠিক ব্যবহার উল্লেখ করা হল-
# আপনার আঙ্গুল এখানে প্রেস করার পূর্বে অবশ্যই লক্ষ্য করুন, আঙ্গুল পরিষ্কার আছে কিনা। কোন ময়লা না থাকলে একবার প্রেস করলে আপনার উপস্থিতি সেখানে উঠে যাবে।
# ভেজা বা অতিরিক্ত ঠাণ্ডা আঙ্গুল নিয়ে মেশিনে প্রেস করলে আপনার উপস্থিতি উঠবে না। যেখানে আঙ্গুল দেয়ার জন্য বলা হয়েছে, সেখানে ভালভাবে আপনার আঙ্গুল প্রেস করুন। তারপর, মেশিন স্বয়ংক্রিয়ভাবে “থ্যাংক ইউ” অর্থাৎ ধন্যবাদ বলবে। যদি মেশিনে “থ্যাংক ইউ” লিখা না উঠে তাহলে বুঝতে হবে, আপনার উপস্থিতি তালিকাভুক্ত হয়নি। এতে আপনার আবার সেখানে প্রেস করতে হবে।
# আঙ্গুলের ছাপ যদি সেন্সর বুঝতে না পারে তাহলে আপনার আঙ্গুল আরেকবার পরিষ্কার করে প্রেস করুন। এরপরও যদি সেন্সর তা বুঝতে না পারে, তাহলে অফিসের কর্মকর্তাদের তা জানিয়ে দিন। নাহলে, আপনি সেদিনের জন্য অনুপস্থিত হয়ে যাবেন।
আপনার আঙ্গুলের ছাপ মেশিন সনাক্ত করতে না পারলে আবার আপনার আইডি সেখানে ইন্টার করতে হবে। এরপরও, আপনার হাতের আঙ্গুলে কোন সমস্যা হলে কোম্পানির সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড এর ব্যবস্থা করতে পারেন। কিন্তু, আপনার আঙ্গুলের সমস্যা সমধান হয়ে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসবেন। মেশিনের অন্যান্য কি বারবার প্রেস করবেন না। এতে মেশিনে সমস্যা সৃষ্টি হতে পারে।
# আপনার আঙ্গুল এখানে প্রেস করার পূর্বে অবশ্যই লক্ষ্য করুন, আঙ্গুল পরিষ্কার আছে কিনা। কোন ময়লা না থাকলে একবার প্রেস করলে আপনার উপস্থিতি সেখানে উঠে যাবে।
# ভেজা বা অতিরিক্ত ঠাণ্ডা আঙ্গুল নিয়ে মেশিনে প্রেস করলে আপনার উপস্থিতি উঠবে না। যেখানে আঙ্গুল দেয়ার জন্য বলা হয়েছে, সেখানে ভালভাবে আপনার আঙ্গুল প্রেস করুন। তারপর, মেশিন স্বয়ংক্রিয়ভাবে “থ্যাংক ইউ” অর্থাৎ ধন্যবাদ বলবে। যদি মেশিনে “থ্যাংক ইউ” লিখা না উঠে তাহলে বুঝতে হবে, আপনার উপস্থিতি তালিকাভুক্ত হয়নি। এতে আপনার আবার সেখানে প্রেস করতে হবে।
# আঙ্গুলের ছাপ যদি সেন্সর বুঝতে না পারে তাহলে আপনার আঙ্গুল আরেকবার পরিষ্কার করে প্রেস করুন। এরপরও যদি সেন্সর তা বুঝতে না পারে, তাহলে অফিসের কর্মকর্তাদের তা জানিয়ে দিন। নাহলে, আপনি সেদিনের জন্য অনুপস্থিত হয়ে যাবেন।
আপনার আঙ্গুলের ছাপ মেশিন সনাক্ত করতে না পারলে আবার আপনার আইডি সেখানে ইন্টার করতে হবে। এরপরও, আপনার হাতের আঙ্গুলে কোন সমস্যা হলে কোম্পানির সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড এর ব্যবস্থা করতে পারেন। কিন্তু, আপনার আঙ্গুলের সমস্যা সমধান হয়ে গেলে আবার আগের অবস্থায় ফিরে আসবেন। মেশিনের অন্যান্য কি বারবার প্রেস করবেন না। এতে মেশিনে সমস্যা সৃষ্টি হতে পারে।
মেশিনের দাম জানতে অথবা আপনার ব্যবসা / প্রতিষ্ঠানে সেট আপ করতে
আমাদের সাথে যোগাযোগ করুনঃ
এ,বি,এস নেটওয়ার্ক
No comments
Post a Comment
Thanks For Comment