ওয়াইফাই এন্টেনা | রাউটারে এন্টেনার কাজ কি? এন্টেনা সত্যিই কতোটা প্রয়োজনীয়?

1 comment

Sunday, 28 June 2020



Wifi antenna

ওয়াইফাই এন্টেনা | রাউটারে এন্টেনার কাজ কি? এন্টেনা সত্যিই কতোটা প্রয়োজনীয়? বিস্তারিত!

শু
ধু ওয়াইফাই নয়, যেকোনো রেডিও বা ওয়্যারলেস টেকনোলজি বিশেষ এক অংশের উপর নির্ভরশীল, যার নাম এন্টেনা। যেকোনো ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমে দুই টাইপের এন্টেনা দেখতে পাওয়া যায়, এক টাইপ এন্টেনা সিগন্যাল সেন্ড করে তাই একে ট্র্যান্সমিটার এবং আরেক টাইপ এন্টেনা সিগন্যাল রিসিভ করে তাই একে রিসিভার এন্টেনা বলা হয়ে থাকে। 

আবার অনেক টাইপ এন্টেনা রয়েছে যারা একসাথে সিগন্যাল রিসিভ এবং ট্র্যান্সমিট উভয়ই করতে পারে। যাই হোক, এন্টেনা এবং ট্র্যান্সমিটার কীভাবে কাজ করে — এই আর্টিকেল থেকে এন্টেনা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পাড়বেন। এই আর্টিকেলে বিশেষ করে ওয়াইফাই এন্টেনা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, রাউটারে এন্টেনার সত্যিই কতোটা প্রয়োজনীয়তা রয়েছে এবং সাথে বিভিন্ন টাইপের ওয়াইফাই এন্টেনা সম্পর্কে বিস্তারিত জানবো।


ওয়াইফাই এন্টেনা

যেকোনো রেডিও টেকনোলজি, আর ওয়াইফাই হুবহু একই স্টাইলে কাজ করে, ওয়াইফাই রাউটার বিশেষ রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে সিগন্যাল ট্র্যান্সমিট করে এবং আপনার ফোন, ল্যাপটপ, বা যেকোনো ডিভাইজ সেই সিগন্যাল রিসিভ করে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হতে পারে। 


তো একটি সম্পূর্ণ সফল ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করতে কি প্রয়োজনীয় হচ্ছে, ওয়াইফাই রাউটার, আপনার ল্যাপটপ, স্মার্টফোন, যেকোনো যেকোনো ডিভাইজ যেটা ওয়াইফাই সমর্থন করে কাজ করে — কিন্তু এখানে ওয়াইফাই ওয়্যারলেস এন্টেনা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিগন্যাল সেন্ড বা রিসিভ করার জন্য এই এন্টেনায় সবচাইতে প্রধান ভূমিকা পালন করে থাকে।

এখন আপনি হয়তো ভাবছেন, আপনার স্মার্টফোন বা ল্যাপটপ উভয়ই তো ওয়াইফাই সমর্থন করে, কিন্তু সেখানে তো কোন এন্টেনা দেখতে পাওয়া যায় না। 

তাহলে রাউটারে তিনটা-চারটা লম্বা লম্বা এন্টেনা কেন লাগানো থাকে, এগুলো লাগানো না থাকলে কি হতো? অনেকে আবার সিগন্যাল বৃদ্ধি করার জন্য আলাদা এন্টেনা লাগিয়ে থাকে, আসলে এগুলো করার কি সত্যিই প্রয়োজনীয়তা রয়েছে? — ওয়েল, আপনার ফোন বা ল্যাপটপে লম্বা এন্টেনা না দেখা গেলেও সেখানে ভেতরে কিন্তু এন্টেনা লাগানো থাকে, কেনোনা ওয়্যারলেস প্রযুক্তি এন্টেনা ছাড়া কাজ করতে পারে না। 

আর কিছু টাইপের এন্টেনা ডিভাইজের বাইরে লাগানো থাকে, যেমন আপনার রাউটার বা পিসির ওয়াইফাই অ্যাডাপটার এন্টেনা ডিভাইজের বাইরে লাগানো দেখতে পাওয়া যায়।

আর এন্টেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কেনোনা ওয়্যারলেস টেকনোলজিতে আপনি কোন ইনফরমেশন কতো দ্রুত সেন্ড বা রিসিভ করতে পাড়বেন সেটার অনেকখানি নির্ভর করে, আপনি কোন টাইপ এন্টেনা ব্যবহার করছেন এবং আপনার সিগন্যাল কতোটা শক্তিশালী তার উপরে।


ওয়াইফাই ওয়্যারলেস এন্টেনার প্রকারভেদ


আপনার ওয়াইফাই এন্টেনা থেকে ঠিক কতোটা রেঞ্জ এবং সিগন্যাল কোয়ালিটি পেতে পাড়বেন সেটা নির্ভর করে এন্টেনার পাওয়ার গেইনের উপরে। এন্টেনার গেইন কোয়ালিটিকে সাধারণত ডেসিবেল(Decibels) বা ডিবি (dB) দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। 


তবে ডিভাইজ প্রস্তুতকারী কোম্পানিগন আরো দুইটি আলাদা আলাদা স্ট্যান্ডার্ড ব্যবহার করে এন্টেনা গুলোকে রেটিং করে থাকে। 

একটি ডিবিআই (dBi) এবং আরেকটি ডিবিডি (dBd) — তবে বেশিরভাগ কোম্পানি গেইন পরিমাপক হিসেবে ডিবিআই স্ট্যান্ডার্ড ব্যবহার করে থাকে, যেখানে ২.১৪ ডিবিআই থেকে কোন এন্টেনা কাজ করতে শুরু করে দেয়। 

এখানে পরিমাপ করে সংখ্যা যতোবেশি হবে, সিগন্যাল কোয়ালিটি এবং সিগন্যাল রেঞ্জ ততোবেশি হবে, সাথে ততোবেশি পাওয়ারও প্রয়োজনীয় হবে। ওয়্যারলেস রাউটার বা সেলুলার প্রোডাক্ট গুলোতে মূলত দুই টাইপের এন্টেনা যায়, অমনি-ডিরেকশনাল (Directional) ওয়াইফাই এন্টেনা এবং ডিরেকশনাল (Directional) ওয়াইফাই এন্টেনা।

অমনি-ডিরেকশনাল


এই টাইপ এন্টেনার নাম শুনেই নিশ্চয় বুঝতে পাড়ছেন, এটি সকল দিকে সমানভাবে সিগন্যাল ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই এন্টেনা যেকোনো দিকে একই কোয়ালিটির সিগন্যাল বীম ছুঁড়ে মারে, আজকের বেশিরভাগ ওয়াইফাই বা মোবাইল রাউটার গুলোতে অমনি-ডিরেকশনাল টাইপ এন্টেনাই লাগানো থাকে। স্বাভাবিকভাবে এই টাইপ এন্টেনা আপনার ঘরের যেকোনো প্রান্তে রাখলে, অ্যাক্সেস পয়েন্ট থেকে চারিদিকে সমানভাবে সিগন্যাল ছড়িয়ে দেয়।


ডিরেকশনাল এন্টেনা


অমনি-ডিরেকশনাল টাইপ এন্টেনাতে যতোই গেইন পাওয়ার থাকুক না কেন, সেটা যদি কেবল এক দিকে মাপা হয় তো সিগন্যাল কোয়ালিটি তেমন উন্নত হয় না, কেনোনা এটি ৩৬০ ডিগ্রিতে সমস্থ শক্তি ছড়িয়ে দেয়। কিন্তু চিন্তা করুণ যদি সমস্ত গেইন পাওয়ার চারিদিকে না ছড়িয়ে কেবল নির্দিষ্ট একদিকে ছুঁড়ে মারা হয়, সেটা অনেক বেশি শক্তিশালী সিগন্যাল তৈরি করতে সক্ষম হবে।

ডিরেকশনাল এন্টেনা, তার সমস্ত সিগন্যাল গেইন যেকোনো নির্দিষ্ট দিকে ছুঁড়ে মারতে পারে, এতে একদিকে অনেক শক্তিশালী সিগন্যাল কোয়ালিটি পাওয়া যায়।

যদি আপনি সম্পূর্ণ বাড়ি জুড়ে সিগন্যাল পেতে চান বা সম্পূর্ণ অফিস সিগন্যাল দ্বারা কভার করতে চান, সেক্ষেত্রে অবশ্যই অমনি-ডিরেকশনাল প্রয়োজনীয় হবে, কিন্তু চিন্তা করে দেখুন অফিসের এমন রুমের কথা যেখানে সিগন্যাল খুব অল্প পৌছাতে পারে, সেদিকে ডিরেকশনাল টাইপ এন্টেনা অনেক কাজে আসবে। 


ডিরেকশনাল এন্টেনার একটি ব্র্যান্ড নেম হচ্ছে ক্যান্টেনা (Cantenna) — এটি ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সি সমর্থন করে এবং 12 dBi সিগন্যাল বীম ৩০ ডিগ্রী কোণে যেকোনো নির্দিষ্ট দিকে ছুঁড়ে মারতে পারে। অনেক এন্টেনা ডুয়াল ব্যান্ড সমর্থন করে, এগুলো ২.৪ গিগাহার্জ থেকে ২.৫ গিগাহার্জ এবং ৫.১ গিগাহার্জ থেকে ৫.৯ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারে। 

আবার কিছু এন্টেনা শুধু ৫.১ গিগাহার্জ থেকে ৫.৯ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। আরেক টাইপের ডিরেকশনাল এন্টেনা হচ্ছে ইয়াগি (Yagi) এন্টেনা, যেটা অনেক দূরত্ব পর্যন্ত ওয়াইফাই সিগন্যাল পাঠাতে পারে, মূলত এটি 12 dBi বা আরো হাই গেইন তৈরি করে ছুঁড়ে মারে।
এন্টেনা আপগ্রেড

ওয়াইফাই বা যেকোনো ওয়্যারলেস নেটওয়ার্কে ব্যান্ডউইথ রেট খারাপ হয়ে যাওয়ার পেছনে মূল কারণ হচ্ছে খারাপ বা দুর্বল সিগন্যাল কোয়ালিটি। অনেক সময় হাই গেইন এন্টেনা লাগিয়ে সিগন্যাল কোয়ালিটি উন্নত করা সম্ভব হতে পারে। তবে এন্টেনা আপগ্রেড করার সময় প্রয়োজনের কথা খেয়াল রাখা ভালো, যদি সমস্ত বাড়ি বা অফিস জুড়ে সিগন্যাল দরকারি না হয়, সেক্ষেত্রে ডিরেকশনাল টাইপ এন্টেনা বেস্ট হবে, এতে একদিকে হাই গেইন সিগন্যাল পাওয়া যাবে। এন্টেনা আপগ্রেড করার আগে অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ওয়াইফাই গিয়ার আলাদা এন্টেনা সাপোর্ট করে কিনা, অবশ্যই ম্যানুয়াল বই দেখে বা অনলাইন থেকে নিশ্চিত হতে হবে। যদি সম্পূর্ণ বাড়ি জুড়ে সিগন্যাল প্রয়োজনীয় হয়, সেক্ষেত্রে আগের চেয়ে বেটার গেইনের অমনি-ডিরেকশনাল টাইপ এন্টেনা ইন্সটল করার মাধ্যমে সমস্যার সমাধান করা যেতে পারে।

এন্টেনা আপগ্রেড করার মাধ্যমে আউটডোর এবং ইনডোর উভয় পরিবেশেই বেটার সিগন্যাল কোয়ালিটি পাওয়া সম্ভব। এন্টেনা হয়তো সিগন্যাল রেঞ্জিং এ অনেকটা সাহায্য করে দেবে, কিন্তু মূল সিগন্যাল ক্ষমতা রেডিও ট্র্যান্সমিটারের উপর নির্ভরশীল, তাই অনেক বেশি জায়গা জুড়ে সিগন্যাল কভার করার জন্য সিগন্যাল বুস্টার বা সিগন্যাল অ্যামপ্লিফায়ার ব্যবহার করতে হতে পারে। অনেক সময় সিগন্যাল রিপিটার গ্রেট সিগন্যাল কোয়ালিটি ক্যাচ করতে সাহায্য করে থাকে।

আশা করছি সম্পূর্ণ আর্টিকেলটি থেকে আপনি সহজেই বুঝতে পেড়ে গেছেন, ওয়াইফাই বা যেকোনো ওয়্যারলেস নেটওয়ার্কের ক্ষেত্রে এন্টেনা কতোটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি এন্টেনা আপগ্রেড করার চিন্তা করে থাকেন, সেক্ষেত্রে প্রয়োজন অনুসারে এন্টেনা টাইপ, সিগন্যাল ব্যান্ড, গেইন, রেঞ্জ ইত্যাদি বিষয় গুলো মাথায় রাখতে হবে। তবে সিম্পলভাবে জাস্ট রিপিটার ব্যবহার করেও সিগন্যাল সমস্যা দুর করা যেতে পারে।



ইন্টারনেট স্পিড চেক করুন খুব সহজে

No comments

Saturday, 27 June 2020

Check internet speed very easily
Check internet speed very easily

হাই স্পিড ব্রডব্যান্ড ইন্টারনেট অথবা মোবাইল কোম্পানীগুলোর তথাকথিত ফোর-জি নেটওয়ার্ক ব্যবহার করছেন। কিন্তু আপনি কি জানেন আসলে আপনার ইন্টারনেটের ডাউনলোড ও আপলোড স্পিড কত! কখনো কি আপনার ইন্টারনেট স্পিড চেক করে দেখেছেন কোম্পানীগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী আপনি আসলে সত্যিকারের স্পিড পাচ্ছেন কিনা!


যদি না করে থাকেন, কোন সমস্যা নেই, এখানে এমন কিছু অনলাইন টুলের সাথে আজ আপনার পরিচয় করিয়ে দিচ্ছি যেগুলোর যে কোনটি ব্যবহার করেই ইন্টারনেট স্পিড চেক করতে পারবেন খুব সহজেই।

অনলাইনে কিছু টুল বা সফট্‌ওয়্যার রয়েছে যেগুলো আপনাকে রিয়েল টাইম ইন্টারনেট স্পিড চেক করে দেবে মুহূর্তের মধ্যে। তবে, সবগুলো টুলই যে সঠিক রেজাল্ট দেয়, তা নয়। কিছু টুল আছে যেগুলো মাঝে মাঝে ভুল রেজাল্টও দিয়ে থাকে। তবে, আমি যে টুলগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি, সেগুলোর প্রায় সবটিই আপনাকে শতভাগ সঠিক রেজাল্ট দেখাবে। আসুন, ইন্টারনেট স্পিড চেক করার টুলগুলোর সাথে পরিচিত হওয়া যাক।

ইন্টারনেট স্পিড চেক করার অনলাইন টুল  

প্রথমেই বলে রাখা ভাল যে, স্পিড চেক করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। কানেকশন না থাকলে নেট স্পিড চেক করতে পারবেন না। কারণ, এখানকার সব টুলই কাজ করে অনলাইনে। আশা করি, যে ডিভাসইসটিতে আপনি ইন্টারনেট স্পিড চেক করতে চাইছেন, সেটিতে ইন্টারনেট কানেকশন রয়েছে। যদি থাকে, তো চলুন শুরু করি-

এক ক্লিকে ইন্টারনেট স্পিড চেক করুন Fast.Com দিয়ে

এক ক্লিকে ইন্টারনেট স্পিডের নির্ভুল রেজাল্ট দেখতে হলে এই টুলটি ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইট বা অনলাইন টুলটির কোন ক্যাটেগরি বা সাব-ক্যাটেগরি নেই। এমনকি, ওয়েবসাইটটিতে প্রবেশ করে নেট স্পিড চেক করার জন্য আপনাকে আর একটিও ক্লিক করতে হবে না।

ওয়েবসাইটটি ভিজিট করার সাথে সাথেই দেখবেন, এটি স্পিড চেক করা শুরু করে দিয়েছে। আর চেক করা সম্পন্ন হলে, আপনাকে বোল্ড ফন্টে আপনার কম্পিউটার কিংবা স্মার্টফোনে ব্যবহার করা ইন্টারনেট স্পিডের ফাইনাল রেজাল্ট দেখতে পাবেন।


আপলোড ও ডাউনলোড স্পিড চেক করুন TestMy.Net দিয়ে 

টেস্ট মাই ডট নেট আরেকটি নির্ভরযোগ্য অনলাইন ইন্টারনেট স্পিড চেকিং টুল। ফাস্ট ডট কমে মাত্র এক ক্লিক লাগলেও টেস্ট মাই ডট নেটে একাধিক ক্লিক লাগবে আপনার ইন্টারনেটের বর্তমান স্পিড চেক করে দেখে নিতে।

এই অনলাইন টুলটি ভিজিট করলে আপনি এর হোম পেজে ৩টি অপশন পাবেন। প্রথমটি ডাউনলোড স্পিড টেস্ট, দ্বিতীয়টি আপলোড স্পিড টেস্ট এবং সর্ব শেষে রয়েছে অটোম্যাটিক স্পিড টেস্ট। আপনার প্রয়োজন অনুসারে যে কোনটির উপর ক্লিক করুন, এটি আপনাকে আরেকটি পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে আরেকটি ক্লিক করতে হবে। 

ক্লিক করার পরই দেখবেন আপনার কাঙ্খিত ডাউলোড কিংবা আপলোড স্পিড চেক করা শুরু হয়ে গিয়েছে। রেজাল্ট দেখতে অবশ্য আপনাকে একটুখানি অপেক্ষা করতে হবে। কারণ, এটি ফাস্ট ডট কমের চেয়ে কিছুটা স্লো।
ইন্টারনেটের স্পিড জানাবে স্পিড টেস্ট

স্পিড টেস্ট আরেকটি দারুণ টুল যা মাত্র এক ক্লিকেই আপনার ইন্টারনেটের গতি পরীক্ষা করে জানিয়ে দেবে। টুলটির হোমপেজে গেলেই হলুদ রঙের একটি গোলাকার বৃত্তের ভেতরে Go লেখা একটি বাটন দেখতে পাবেন। বাটনটিতে ক্লিক করলেই এটি আপনার নেট স্পিড চেক করা শুরু করে দেবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনাকে রেজাল্ট জানিয়ে দেবে।
ইন্টারনেট স্পিড চেক করার আরো বহু অনলাইন টুল থাকলেও এই ৩টি স্পিড চেকারই সেরা। তার মাঝে আমার সবচেয়ে প্রিয় প্রথমটি অর্থাৎ ফাস্ট ডট কম। 

৩টির মধ্যে এটির ইন্টারফেসই সবচেয়ে সিম্পল এবং ব্যবহার করা সহজ এবং আলাদা কোন ক্লিকের প্রয়োজন নেই। আর আমার কাছে মনে হয় এটিই সবচেয়ে নির্ভুল রেজাল্ট দিয়ে থাকে। তারপরও, আপনি আপনার পছন্দ মতো যে কোন টুলই ব্যবহার করতে পারেন।


How optical fiber is placed in sea. Fiber Optic Cables - How They Work

No comments

Tuesday, 23 June 2020


অপটিক্যাল ফাইবারফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার কীভাবে কাজ করে? 

অপটিক্যাল ফাইবার উদ্ভাবনের নেপথ্যে অপটিক্যাল ফাইবার কি? এটা কিভাবে কাজ করে? 
কিভাবে অপটিক্যাল ফাইবার তার সমুদ্রের নিচে স্থাপিত হয় 

যেভাবে কাজ করে অপটিক্যাল ফাইভার ইন্টারনেটের জন্যে ফাইবার অপটিক কেবল তারা কিভাবে কাজ এটা কিভাবে তৈরি হচ্ছে, ফাইবার অপটিক্স। 

ফাইবার অপটিক আসলে কি ?? ফাইবার অপটিকের খুটিনাটি। 

আশ্চর্যের সীমা ছাড়িয়েযাবে A to Z of Fiber Optic বাতাস দিয়ে বিদ্যুৎ তৈরী। কিভাবে উইন্ড টারবাইন দিয়ে বিদ্যুৎ তৈরী হয়


AC-NET F-80 Splicing Machine

No comments



Features: # 0.01dB splicing loss # AC DC Charging feature # Maximum 48hrs repairing & servicing time # Back-up machine is available during repair time. 5 Years warranty (1st year with all spare parts). MRP: টাকা ১,oo,০০০.০০ ***পেমেন্ট পলিসি এবং ক্রয়ের পরিমাণ এর উপর ডিস্কাউন্ট রয়েছে 《লাইভ ডেমো দেখতে এবং মাল ক্রয় আমাদের নিজের ঠিকানায় যোগাযোগ কারুন》.....》》 Ferdausi Plaza (5th Floor), 334 New Elephant Road, Dhaka-1000 Please Contact: 01646102010; 01611140584; 01675184703; 01675184709; 01670934654; 《B.B Stadium Showroom》 Phone: 0257164120; 01611140585 《Multiplan Showroom》 Phone: 0255153446; 01675184703 《Mirpur Showroom》 Phone: 01611150719; 01734857558 《Uttara Showroom》 Cell: 01611497022 《Chittagong Showroom》 Phone: 01678308986; 01815158005 《Sylhet Showroom》 Cell: 01701454525, 01701454535 《Rajshahi Showroom》 Cell: 01634813289, 0191866607 《Comilla Showroom》 Mobile: 01611160720, 01642977900

AC-NET F-90 Splice Machine

No comments

AC-NET F-90 Splice Machine সহজে বহনযোগ্য, কম db লস করে, FTTx এর জন্য বিশেষভাবে তৈরি একটি ভালো কোয়ালিটির স্পাইসিং মেশিন।
ভিডিও টি দেখুন, ভালো লাগলে শেয়ার করুন। আমাদের পেজে লাইক দিন। বিশেষ ফিচারগুলো হলোঃ # FTTx এর জন্য বিশেষভাবে তৈরি # খুব কম db লস করে, অধিকাংশ জোড়াই 0.00dB এ দিতে সক্ষম # ইলক্ট্রোরড দিয়ে ৪০০০+ spplice করা যায় # ব্যাটারি ফুল চার্জে ২০০ splice এবং heat # Cleaver দিয়ে ৫o,০০০ বার ফাইবার কাটা যাবে # Non-Sticky Heating Tray # ৫ বছর ওয়ারেন্টি (১ম বছর সকল স্পেয়ার পার্টস সহ) # নিজস্ব সার্ভিস সেন্টার ও দক্ষ ইঞ্জিনিয়ার 《লাইভ ডেমো দেখতে এবং মাল ক্রয় আমাদের নিজের ঠিকানায় যোগাযোগ কারুন》.....》》 Ferdausi Plaza (5th Floor), 334 New Elephant Road, Dhaka-1000 Please Contact: 01611140584; 01675184703; 01675184709; 01670934654; 01646102010 《B.B Stadium Showroom》 Phone: 0257164120; 01611140585 《Multiplan Showroom》 Phone: 0255153446; 01675184703 《Mirpur Showroom》 Phone: 01611150719; 01734857558 《Uttara Showroom》 Cell: 01611497022 《Chittagong Showroom》 Phone: 01678308986; 01815158005 《Sylhet Showroom》 Cell: 01701454525, 01701454535 《Rajshahi Showroom》 Cell: 01634813289, 0191866607 《Comilla Showroom》 Mobile: 01611160720, 01642977900


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro