কম্পিউটার - টিপস

কম্পিউটার টিপস

স্থানীয় বাজারের যাত্রা শুরু / The journey to the Online local market

Thursday, 14 November 2019

/ by এ বি এস বাংলা নিউজ




দেশি বিদেশী নানান স্টাইলের পন্য আর যাতায়াততের ঝক্কি না থাকায় অনলাইনে কেনাকাটা এক শ্রেনীর ক্রেতার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সহজে ঘরে বসে কাক্সিক্ষত পণ্য পেতে সারাদেশই বেশ কিছু অনলাইন শপ গড়ে উঠেছে। পোশাক, শাড়ি, সালোয়ার কামিজ, বাচ্চার গুড়ো দুধ, কসমেটিক্স, সবজিসহ নিত্যপ্রয়োজনী সবধরণের পণ্য পাওয়া যাচ্ছে অনলাইন কেনাকাটায়। সাইটে গিয়ে অর্ডার করার সঙ্গে সঙ্গে ঠিকানা অনুয়ায়ী বাসায় চলে আসে।

আর ঈদ বাজার ধরতেও অনলাইন ব্যবসায়ীরাও ব্যস্ত হয়ে পড়েছেন শপিং মলের মতই। নিজেদের পণ্যের বিজ্ঞাপন, পেজে নতুন নতুন পণ্যের প্রচারে ঘাটতি রাখছেন না তারাও। তবে অনলাইন বাজার জনপ্রিয় হলেও ঈদের প্রভাব পরেনি শপিং বা মার্কেট দোকানেগুলোতে। প্রতিবছরের মতোই এবারও ভিড় রয়েছে শপিং ও মার্কেট দোকানগুলোতে। কারণ অনলাইনে সীমিত আর নিদির্ষ্ট শ্রেনীর ক্রেতারাই বেশি কেনাকাটা করেণ বলে জানিয়েছেন অনলাইনের সত্ত্বাধীকারীরা।

চাহিদা স্থানীয় বাজার বাংলাদেশের বৃহৎ অনলাইন ভিত্তিক গ্রোসারি শপ। বর্তমান সমাজের ব্যস্ততার ফাঁকে প্রত্যেকটি মানুষ তার নিত্য প্রয়োজনীয় জিনিস যেন ঘরে বসে অনয়াসেই কেনাকাটা করতে পারে এমন লক্ষ্য নিয়েই চাহিদা স্থানীয় বাজারের যাত্রা শুরু। শুধুমাত্র বড় শহরে নয় বরং বাংলাদেশের প্রতিটি অঞ্চলে অনলাইন বাজার সেবা চালু করতে আমারা কাজ চালিয়ে যাচ্ছে । https://www.chahida.com.bd 

No comments

Post a Comment

Thanks For Comment


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro