কম্পিউটার - টিপস

কম্পিউটার টিপস

Keep in mind the 5 things to wear a bikini / বিকিনি ওয়্যাক্স করতে ৬টি বিষয় মাথায় রাখুন


বিকিনি ওয়্যাক্স করতে ৬টি বিষয় মাথায় রাখুন। 








শরীরের অবাঞ্ছিত লোম দূর করতে ওয়্যাক্সিং-এর কনসেপ্ট বহুদিনের। কিন্তু এখন চলে এসেছে বিকিনি ওয়্যাক্স। যদিও এই বিকিনি ওয়্যাক্স বেশ যন্ত্রণাদায়ক। কিন্তু তাও অনেকেই করেন বিকিনি ওয়্যাক্স। কিন্তু এটা কি শরীরের জন্য সত্যি ভালো? কারণ মেয়েদের শরীরের বিকিনি লাইন অত্যন্ত কোমল, নরম ও স্পর্শকাতর হয়। এমনিতেই ওয়্যাক্স করতে বেশ যন্ত্রণা পেতে হয়। আর হঠাৎ এই কোমল, স্পর্শকাতর জায়গায় এত যন্ত্রণা দেওয়া কি ঠিক?

বিশেষ কোনো কারণে যদি বিকিনি ওয়্যাক্স করতেই হয় তাহলে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আসুন জেনে নেই সতর্কতা সমূহ।


১. লোম যেন বাড়ে



খুব ছোট লোম নিয়ে বিকিনি ওয়্যাক্স করবেন না। কারণ ছোট লোম তুলতে বেশী কষ্ট হয়। আর যন্ত্রণাও হয়। লোম বড় হলে ওয়্যাক্স অনেক সহজ হয়। তাই লোম যেন একটু বাড়ে।


২. এই সময় ঢিলে পোশাক



এই সময় টাইট পোশাক একদম নয়। যতটা সম্ভব ঢিলেঢালা পোশাক পরুন। কারণ ওয়্যাক্স করার পর এমনিতেই স্কিন একটু ফুলে যায়, লাল হয়ে যায়। আর এর ওপর একদম টাইট পোশাক পরলে অস্বস্তি আরও বেড়ে যাবে। ইনফেকশনও হয়ে যেতে পারে তাই একটু খোলামেলা পোশাক পরুন। যাতে বাতাস প্রবেশ করতে পারে।

৩. ময়েশ্চারাইজার


ওয়্যাক্স করার আগে কখনোই ময়েশ্চারাইজার লাগানো উচিত নয়। এতে ওয়্যাক্স করতে সমস্যা হয়। লোম ভালো ভাবে ওঠে না। তাই ওয়্যাক্স করার দিন কোনো ময়েশ্চারাইজার লাগাবেন না।


৪. ওইদিন ডেট নাইট নয়


ওয়্যাক্স যেদিন করবেন সেদিন ও তার পরের দিন কোন রকম যৌন মিলন একদম নয়। ওই জায়গা খুব নরম হয়। এমনিতেই ওয়্যাক্স করার জন্য একটু আঘাত লেগেছে। এরপর যদি যৌন মিলন হয় তাহলে যন্ত্রণা আরও বাড়বে। তাই বিশেষজ্ঞদের মতে ওই দু’দিন যৌন মিলন বন্ধ রাখাই শ্রেয়। এমনকি ওইদিন ওয়ার্ক আউটও বন্ধ রাখতে বলেন বিশেষজ্ঞরা। কারণ ওয়ার্ক আউট করলেই জায়গাটি ঘামতে পারে। আর তার ফলে সহজেই ব্যাকটেরিয়া, ভাইরাস প্রবেশ করতে পারে। কারণ আগেই বলেছি লোমগুলি এই ভাইরাসের আক্রমণ বন্ধ রাখে।

৫. ভালো পার্লার বেছে নিন


বিকিনি ওয়্যাক্স করার আগে ভালো করে খোঁজ-খবর নিয়ে নিন। খুব ভালো পার্লার, যেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাজ করা হয় সেখানেই যান। আর যিনি একদম দক্ষ এক্সপার্ট তাঁর থেকেই করাবেন। যার-তাঁর থেকে, যেকোনো পার্লারে করাবেন না। নোংরাভাবে করলে কিন্তু খুব সহজেই মূত্রনালীর সংক্রমণ হতে পারে। এমনকি যৌন রোগও হতেই পারে। তাই সাবধান।

৬. নিজেই ট্রিম করে নিন



সবসময় যে বিকিনি ওয়্যাক্স করতেই হবে তার কোন মানে নেই। মাঝে মাঝে বাড়িতে কাঁচি দিয়ে সতর্ক ভাবে ট্রিম করে নিন। তবে রেজার ব্যবহার না করাই ভালো। এটা ক্ষতিকর এতে খুব সহজেই লেগে যায়। কেটেও যেতে পারে, তাই কাঁচি ভালো। আর ওই জায়গাটি সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন।

বিকিনি ওয়্যাক্স করুন। তবে খুব বেশী কখনোই নয়। কারণ এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, এটা খুব একটা ভালো নয়। তাই খুব সতর্ক হয়ে, আর মাঝে মাঝে করবেন। খুব বেশী কখনই করবেন না। কারণ এখানে খুব সহজেই জীবাণু সংক্রমণ হয়। তাই খুব ভালো পার্লার ছাড়া কিন্তু না করাই ভালো।
( Hide )

Thanks For Comment


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro