কম্পিউটার - টিপস

কম্পিউটার টিপস

উইন্ডোজ ১০ এর নতুন ফিচার ।


উইন্ডোজ ১০ এর নতুন ফিচার


উইন্ডোজ ১০ এর নতুন ফিচারে অ্যাপ ডাউনলোড বা ইন্সটল ছাড়াই স্টোর থেকে অ্যাপটি কীভাবে কাজ করে তা দেখে নেয়া যাবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

উইন্ডোজ ডেভ সেন্টারে গত সপ্তাহে এই প্রোগ্রামের প্রিভিউ উন্মুক্ত করা হয়। ব্যবহারকারী যেকোনো অ্যাপ অথবা গেম তিন মিনিটের জন্য স্ট্রিম করতে পারবেন। আর এই সুবিধা ব্যবহারকারীর ডিভাইসে ইন্সটলের মতোই মনে হবে। নিঃসন্দেহে এই সুবিধা ব্যবহারকারীকে অ্যাপে পয়সা খরচ করবে কিনা কিংবা ডাউনলোড করে ডিভাইসের মেমোরি ব্যবহার করবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে নতুন এই ফিচার এখন সীমিত প্রিভিউ আকারে রয়েছে। সবার জন্য উন্মুক্ত করা হয়নি।

প্রসঙ্গত, গুগল ইতোমধ্যে ‘অ্যান্ড্রয়েড ইন্সট্যান্ট অ্যাপ’ ফিচার নামে একই ধরনের সুবিধা নিয়ে পরীক্ষা চালিয়েছে, যা চলতি বছরে সবার জন্য উন্মুক্ত করা হয়।

No comments

Post a Comment

Thanks For Comment


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro