কম্পিউটার - টিপস

কম্পিউটার টিপস

যা যা লুকিয়ে আছে উইন্ডোজ দশে ।

যা যা লুকিয়ে আছে উইন্ডোজ দশে



উইন্ডোজ দশকে বহুল ব্যবহৃত করতে কিছুদিন আগে উইন্ডোজ সাত এবং আট বিক্রয় বন্ধ করে দেয় মাইক্রোসফট। অনেকে অবশ্য এখনো উইন্ডোজ সাত ব্যবহার করতেই পছন্দ করেন। কিন্তু অনেকেই জানেন না যে, উইন্ডোজ দশে লুকিয়ে আছে অনেক গুলো নতুন সুবিধা।

জেনে নেয়া যাক কী কী লুকিয়ে আছে উইন্ডোজ দশে-
উইন্ডোজ হালনাগাদের সময় পরিবর্তন
হালনাগাদ ইনস্টলের জন্য রিস্টার্ট করার সময় বদলে দেওয়া যাবে উইন্ডোজ ১০-এ। এ জন্য StartSettingsUpdates & Recovery Windows Update-এ গিয়ে সেটিং বদলে দিতে হবে।

প্রিন্ট টু পিডিএফউইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেেমে অন্য কোনো প্লাগ-ইন ছাড়াই সরাসরি পিডিএফ ফরম্যাটে যেকোনো নথি সংরক্ষণ করা যায়।

এক্সবক্স স্ট্রিমিংএই সুবিধার মাধ্যমে এক্সবক্স ওয়ানের গেম সরাসরি কম্পিউটারে সম্প্রচার করা যাবে।

গেম ও অ্যাপের ভিডিও রেকর্ডিংগেম ডিভিআর সুবিধা ব্যবহার করে পর্দায় চলা গেম ও অ্যাপের ভিডিও ধারণ করা যাবে।

স্টোরেজ সেন্সবিভিন্ন ধরনের কনটেন্ট হার্ডডিস্ক ড্রাইভের কতটুকু জায়গা দখল করে রেখেছে তা দেখাবে এবং প্রয়োজনমাফিক সমাধানের পথ বাতলে দেবে।

পরিবর্তনযোগ্য স্টার্ট মেন্যু
আইকনগুলোর মাঝের ফাঁকা জায়গায় মাউস কারসর নিয়ে গেলে পরিবর্তনের অপশন দেখাবে। এরপর নিজের মতো করে সাজিয়ে নেওয়া যাবে। সূত্র: ইজইউএস

No comments

Post a Comment

Thanks For Comment


Don't Miss
© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
made with by SaHaLoM Pro